দক্ষিণবঙ্গ

নবদ্বীপে শুরু ঝুলন মেলা,  মূল আকর্ষণ ‘মানুষ ঝুলন’

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভার উদ্যোগে প্রতাপনগর রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় শুরু হল ঝুলন মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা করেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, স্থানীয় দুই কাউন্সিলর ঝন্টুলাল দাস ও অনুরাধা মুখোপাধ্যায়। এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পাঠ, কীর্তন, নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ ‘মানুষ ঝুলন’। যার নাম দেওয়া হয়েছে দৃশ্যায়ন। এখানে রামায়ণ ও  মহাভারতের নানা কাহিনি অবলম্বনে বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়। অল্প বয়সের ছেলেমেয়েরা ঝুলনে নানা চরিত্র সেজে দর্শকের মনোরঞ্জন করে। ১৫ আগস্ট ঝুলন উৎসবের উদ্বোধনের দিনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্ষুদিরামের ফাঁসির কাহিনি তুলে ধরা হয়েছিল। পরবর্তী দিনগুলিতে এক একদিন এক এক রকম দৃশ্য তুলে ধরা হবে। যেমন নৃসিংহ বধ, নিমাই সন্ন্যাসের মতো কাহিনি। প্রতাপনগর রাধাকৃষ্ণ ঝুলন কমিটির এই উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েক দিনের মেলাও বসেছে।  দূরদূরান্ত থেকে বহু ব্যবসায়ী কেউ মনোহারি, কেউ খেলনা, কেউ বা  বিভিন্ন খাবারের পসরা নিয়ে দোকান সাজান। এবার প্রায় ৬০টির মতো দোকান বসেছে। অন্যদিকে  শুক্রবার থেকে শুরু হল নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে ঝুলন উৎসব। এই উৎসব চলবে পূর্ণিমার দিন পর্যন্ত। পাশাপাশি এদিন ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে পাঁচদিন ব্যাপী ৪০তম ঝুলন উৎসব শুরু হল। এদিন বিকেলে ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধামাধবকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঝুলন মণ্ডপে নিয়ে আসা হয়। এরপর রাত্রি আটটা পর্যন্ত চলে আরতি, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব। আগামী ১৯ আগস্ট ইসকন মন্দিরে অনুষ্ঠিত হবে রাখি পূর্ণিমা উৎসব। ইসকন মন্দিরের পাশাপাশি মায়াপুরের অন্যান্য মন্দিরেও শুরু হয়েছে ঝুলন। এই উৎসবকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী ভিড় করেছেন নবদ্বীপ ও মায়াপুরে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা