দক্ষিণবঙ্গ

বাঁকুড়ায় প্রধান করে দেওয়ার নামে পঞ্চায়েত সদস্যের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রধান করে দেওয়ার নাম করে বছরখানেক আগে বাঁকুড়া-২ ব্লক তৃণমূলের এক নেতা এক লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। কোষ্টিয়া অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য এমনই অভিযোগ তুলেছেন। দু’দফায় ওই ব্লক নেতা পঞ্চায়েত সদস্যকে ৫৮হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা আদায় নিয়ে দু’জনের মধ্যে সম্প্রতি টানাপোড়েন শুরু হয়। টাকা উদ্ধার করতে না পেরে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য শাসকদলের রাজ্য নেতাদের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগপত্রের প্রতিলিপি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তীর কাছেও পাঠানো হয়েছে বলে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। ওই পঞ্চায়েত সদস্য বলেন, বোর্ড গঠনের আগে ব্লক নেতা আমাকে প্রধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন। ব্লক সংখ্যালঘু সেলের এক নেতার উপস্থিতিতে আমি তাঁকে টাকা দিয়েছিলাম। পরে অন্য এক মহিলা সদস্য প্রধান নির্বাচিত হন। তখন থেকেই আমি টাকা ফেরত চাইছিলাম। কিন্তু ব্লক নেতা টালবাহানা শুরু করেন। চাপ দিলে দুই দফায় আমাকে ৫৮হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা চাইলে গালাগালি দিচ্ছেন। ফলে আমি দলের রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি। এদিকে অভিযুক্ত ব্লক নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, দলের দুর্নীতি ও স্বজনপোষণের কোনও জায়গা নেই। অভিযোগের বিষয়টি আমি রাজ্য নেতৃত্বকে জানাব। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা