দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদ মেডিক্যালে রোগীর মৃত্যু, বিক্ষোভ

সংবাদদাতা, বহরমপুর: মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। পরিবারের দাবি, সর্পাঘাতের পর সময় অপচয় না করে তড়িঘড়ি হাসপাতালে আনা হয়। কিন্তু ভর্তির তিন ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে। রোগীকে দু’টি ইঞ্জেকশন দিয়ে বিছানায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। শরীর নীল হতে শুরু করায় নার্সদের বলতে গেলে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। মৃতের নাম বিদ্যাসাগর সরকার (৩২)। বাড়ি বহরমপুর থানার চরমহুলায়। মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় তাঁকে সাপে কামড়ায়। সকাল ৮টা নাগাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়। এরপরই রোগীর আত্মীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। আরজিকর-কাণ্ডের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের কর্মবিরতির জেরে পরপর দু’দিন দুই রোগীর মৃত্যুতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। চিকিৎসা নিয়ে রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অনাদি রায়চৌধুরী বলেন, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ আমার কাছে কেউ করেনি। চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ডোমকল ব্লকের জিৎপুরের বাসিন্দা অমিত পাল তিনদিন আগে স্ট্রোকে আক্রান্ত দিদা গীতারানি পালকে ভর্তি করেছেন। অমিতবাবুর দাবি, কোনও চিকিৎসা হয়নি এই ক’দিনে। কিছু ঘটলে তার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্তিমিত হওয়ার কোনও লক্ষণ এদিনও মেলেনি। জুনিয়র চিকিৎসকদের একাংশ এদিন দুপুরে জরুরি বিভাগে পরিষেবা দিতে রাজি হলেও চিকিৎসকদের অপর একটা অংশ তীব্র বিরোধিতা করে তাঁদের দলে ফেরান। দুপুর ১টা নাগাদ হাসপাতালের সুপার, অধ্যক্ষ সহ মেডিক্যাল কলেজের অধ্যাপকরা জুনিয়র চিকিৎসকদের জরুরি ভিভাগে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও চিঁড়ে ভেজেনি। হতাশ হয়ে কর্তৃপক্ষকে ফিরে যেতে হয়। ‘নো জাস্টিস নো সার্ভিস’ স্লোগানকে সামনে রেখেই আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। এন্টার্ন বিবেক মোল বলেন, আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আমরা পরিষেবা দিতে রাজি আছি। তবে তার আগে রাজ্য সরকার আমাদের আশ্বস্ত করুক। 
মঙ্গলবারও কোনও জুনিয়র ডাক্তার ইমার্জেন্সি বিভাগে বসেননি। চিকিৎসা করাতে এসে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজনদের। এদিনও ওপিডি বিভাগে চরম অব্যবস্থা ছিল। বহু ঘরে চিকিৎসক ছিলেন না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষোভ উগরে ফিরে যান অনেকে। অন্তর্বিভাগের পরিষেবা নিয়েও একরাশ উষ্মাপ্রকাশ করেছেন বহু রোগী।
সব থেকে বেহাল অবস্থা মাতৃ মা বিভাগে। গত রবিবার থেকে মাতৃ মা বিভাগে খুব জরুরি ছাড়া কোনও প্রসূতিকে ভর্তি নেওয়া হচ্ছে না। রবিবার থেকেই প্রসূতিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে তাঁরা নার্সিংহোমের দিকেই পা বাড়াচ্ছেন। সিজার না হওয়ায় বহু প্রসূতিকে তিন-চারদিন ধরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেলডাঙা ব্লকের কাশীপুরের মমতাজ বেগমকে গত শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করেছিল পরিবার। প্রসূতির আত্মীয় হাফিজুল মোল্লা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলারও সুযোগ মিলছে না। মেয়ের প্রথম সন্তান। খুবই চিন্তাই আছি। নবগ্রাম ব্লকের কানফালার প্রসূতি সুরাইয়া বিবি গত শুক্রবার ভর্তি হয়েছেন। এখনও সিজার হয়নি। প্রসূতির মা মর্জিনা বিবি বলেন, কোনও চিকিৎসক নেই। নার্সরা দেখছেন। কবে সিজার হবে কিছুই জানি না। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমিতকুমার দাঁ বলেন, মাতৃ মা বিভাগের পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা