দক্ষিণবঙ্গ

রাত বাড়লে বর্ধমান মেডিক্যালে বহিরাগতদের আনাগোনা, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাত বাড়লে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও বহিরাগত লোকের আনাগোনা বাড়ে। বিশেষ করে রোগীর পরিবারের লোকজন যেসব জায়গায় রাতে বিশ্রাম নেন, সেখানেই তাদের উপদ্রব দেখা যায়। তাদের অনেকেই মদ্যপ অবস্থায় থাকে। এমনই দাবি রোগীর পরিবারের লোকজনদের। তাঁরা বলেন, নির্দিষ্ট কিছু যুবক রাতের দিকে কী উদ্দেশ্যে ঘুরে বেড়ায়, বোঝা দায়। যেখানে মহিলারা থাকেন, সেখানেই তারা বেশি সময় কাটায়। নানা অশ্লীল মন্তব্য করে। 
মন্তেশ্বর থেকে আসা এক রোগীর আত্মীয় বলেন, রাত ১২টার পর তাদের দেখা যায়। ওই যুবকদের কেউ হাসপাতালে ভর্তি থাকে না। সেটা তাদের চালচলন দেখলেই বোঝা যায়। পুলিসের উচিত নজরদারি বাড়ানো। আরএক রোগীর আত্মীয় বলেন, ইমার্জেন্সি গেটের সামনে পুলিস কর্মীরা থাকেন। সেখানে কিছু সমস্যা হয় না। ওই এলাকায় কেউ খারাপ কাজ করার সাহস দেখাবে না। কিন্তু যেখানে রোগীর পরিবারের লোকজনদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে নজরদারি কম রয়েছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন। তাঁদের অধিকাংশর আর্থিক অবস্থা ভালো নয়। বাইরে হোটেল ভাড়া করার সামর্থ্য তাদের নেই। সেই কারণে বাধ্য হয়েই হাসপাতালের বিভিন্ন জায়গায় শুয়ে রাত কাটান। অনেকে ফাঁকা আকাশের নীচেও থাকেন। তাঁদের অনেককেই ১০ থেকে ১২ দিন থাকতে হয়। তাঁরাই এধরনের অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। আরজিকরের ঘটনার প্রতিবাদে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তাঁরা বলেন, প্রতিটি হাসপাতালেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত সিভিক ভলান্টিয়ারের কঠোর সাজা হওয়া দরকার। জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁরা আন্দোলন করলেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সমস্ত জরুরি পরিষেবা চালু রয়েছে।
রোগীর আত্মীয়রা বলেন, হাসপাতালে দিনেও নির্দিষ্ট কিছু লোকজন ঘুরে বেড়ায়। তাদের নিয়ে তেমন ভয় নেই। কিন্তু রাতের দিকে যারা ঘোরে, তাদের কী উদ্দেশ্য থাকে তা স্পষ্ট নয়। যদিও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্মীদের দাবি, রাতে তারা বিভিন্ন জায়গায় টহল দেয়। কোনও রোগীর পরিবার অভিযোগ করলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। 
পূর্ব বর্ধমানের পুলিস সুপার আমনদীপ বলেন, হাসপাতালে পুলিসকর্মী রয়েছে। নিরাপত্তার ঘাটতি নেই। প্রয়োজন হলে নিরাপত্তার ব্যবস্থা আরও বাড়ানো হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা