দক্ষিণবঙ্গ

ক্লাসে না গিয়ে শিক্ষক সংগঠন করতে বেরিয়ে যাওয়া যাবে না, স্পষ্ট বার্তা ব্রাত্যর

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, লালবাগ: বাম জমানার মতো সই করে ক্লাস না করে শিক্ষক সংগঠন করতে বেরিয়ে যাওয়া যাবে না। শনিবার বহরমপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে তৃণমূলের শিক্ষা সেলের একটি অনুষ্ঠানে হাজির হয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, শিক্ষকদের আমরা সব সময় সম্মান দিয়েছি। তারপরেও কোনও কোনও শিক্ষক পূর্বতন সরকারের সঙ্গে থাকতে চেয়েছেন। আমার সঙ্গে কম লোক থাক ঠিক আছে। কিন্তু, শিক্ষকরা যেন নিয়মিত ক্লাস করতে যান। বাম জমানার মতো সই করে ক্লাস না করে শিক্ষক সংগঠন করতে বেরিয়ে যাওয়া যাবে না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার প্রমুখ। ব্রাত্যবাবু বলেন, ‘লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে শিক্ষকদের ভোট শাসকদলের দিকে ছিল না। শিক্ষকরা কে কী ছিলেন, সেটা এখন দেখা দরকার। আমার নেত্রী যিনি ঐতিহাসিক কাণ্ড কারখানা করছেন, সেটা তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছেছে কি না, তা দেখা দরকার। তার জন্য বড় বড় সার্চলাইট চাই এবং টর্চ লাইট চাই। সার্চলাইটের কাজটা করে মূল সংগঠন। আর শাখা সংগঠনগুলি টর্চলাইট। তারা ছোট ছোট আলো ফেলে দেখে কে কে আমার সঙ্গে আছে।’ শিক্ষা সেলের একে অপরের মধ্যে ব্যাপক মতানৈক্য রয়েছে। নির্বাচনের সময় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন ব্রাত্যবাবু ক্ষোভ উগরে দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাসেল করতেই হবে এমন কোনও ব্যাপার নেই। শিক্ষা সেল ছাড়াই আমরা ভোটে জিততে পারব। আগেও জিতেছি, ২০২৬ সালেও জিতব। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা