দক্ষিণবঙ্গ

টাইম টেবিল নিয়ে ক্ষুব্ধ চালকদের বিক্ষোভ, বন্ধ মিনিবাস চলাচল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিত্তরঞ্জন আসানসোল রুটের মিনিবাস বন্ধের ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। শনিবার সকাল থেকে বাস না চালিয়ে আসানসোল বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালক ও খালাসিরা। তাঁদের দাবি, মালিক পক্ষ এমনভাবে বাসের টাইম টেবিল ঠিক করেছে, যাতে তাঁরা খাওয়া দাওয়ারও সময় পাচ্ছেন না। এদিকে ভাঙাচোরা রাস্তা, দ্রুত বাস চালাতে গেলে দুর্ঘটনা ঘটছে। তাঁদের অভিযোগ, বাস মালিক সংগঠনকে লিখিতভাবে সমস্যা সুরাহা করার আর্জি করলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে মালিক পক্ষের মতে, তাঁদের দাবি ঠিক নয়। দু’পক্ষের টানাপোড়েনে হঠাৎ বাস বন্ধের জেরে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়াতেই দুপুরের পর দু’পক্ষই নমনীয় হয়। আলোচনার প্রস্তাব আসতেই শুরু হয় বাস চলাচল। আসানসোল চিত্তরঞ্জন ভায়া নিয়ামতপুর বাসরুট অত্যন্ত জনপ্রিয় রুট। প্রচুর যাত্রী রয়েছে এই রুটে। এখনও প্রায় ৪০টি বাস প্রতিদিন যাতায়াত করে। বাসের চালক ও খালাসিরা অভিযোগ করেন, রাস্তা খারাপ থাকার জন্য টাইম টেবিল মেনে বাস চালানো যাচ্ছে না। যার ফলে তাঁরা খাওয়ার সময়টুকু পাচ্ছেন না। টাইম টেবিল পরিবর্তনের দাবি জানানো হলেও তা শোনা হয়নি। অন্য‌঩দিকে মালিক পক্ষের দাবি, এক ঘণ্টার বাস রুটকে এক ঘণ্টা ৪০ মিনিট করা সম্ভব নয়। তাঁরা পরক্ষে অভিযোগ তোলেন, খালাসিরা ইচ্ছে করে কিছু বাসস্টপে অতিরিক্ত  দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছেন। এতে যাত্রীরাও বিরক্ত হচ্ছেন। জনপ্রিয় রুটে বাস বন্ধের খবরে শোরগোল পড়ে। পরে দু’পক্ষই আলোচনায় রাজি হয়। 
শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, বাস মালিক সংগঠনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। বাস চালু করা হয়েছে। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, বাস চালু করতে হবে, সেই শ঩র্তেই আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা বাস চালু করেছেন। রবিবার বাসস্ট্যান্ডে গিয়ে আমাদের প্রতিনিধিরা সমস্যাটি শুনবেন। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা