দক্ষিণবঙ্গ

পণ্য সংক্রান্ত আলোচনার লক্ষ্যে হলদিয়া বন্দরে নেপালের মন্ত্রী

সংবাদদাতা, হলদিয়া: শনিবার হলদিয়া বন্দর ঘুরে দেখলেন নেপালের শিল্পমন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে নেপালের বিভিন্ন শিল্প সংস্থার কর্মকর্তাও ছিলেন। এদিন সকাল ১০টা নাগাদ বন্দরে এসে পৌঁছন নেপালের ১৪ জনের প্রতিনিধি দল। টিমের নেতৃত্বে ছিলেন ওই দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারী। এছাড়াও ছিলেন শিল্প দপ্তরের যুগ্ম সচিব বাবুরাম অধিকারী। বন্দরের পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি, জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস ও অন্যান্য আধিকারিকরা। নেপালের চারপাশ ভূখণ্ডে ঘেরা বলে আমদানি-রপ্তানি ব্যবসা মূলত হলদিয়া বন্দরের উপর নির্ভরশীল। এজন্য হলদিয়া বন্দরে পণ্য ওঠানামার অংশ ‘নেপাল কার্গো’ বলে পরিচিত। বন্দর সূত্রে জানা গিয়েছে, নেপালের প্রতিনিধিরা পণ্য সংক্রান্ত আলোচনার জন্য প্রতিবছরই হলদিয়া আসেন। এবছর ওদের প্রতিনিধি দল প্রথম এলেন। তবে শিল্পমন্ত্রী নিজে টিম নিয়ে হলদিয়া আসার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। এদিন দু’পক্ষের মধ্যে কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বন্দরের এক আধিকারিক বলেন, হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল কন্টেনার কার্গো, ভোজ্য তেল এবং কয়লার মতো ড্রাই বাল্ক কার্গো আমদানি করে। নেপালের পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লা নিয়ে যায় ওরা। তবে কয়েক বছর আগে নেপাল অন্ধ্রের বিশাখাপত্তনম বন্দর মারফৎ কন্টেনার পণ্য আমদানি রপ্তানি বেশি করছিল। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা বিশেষ উদ্যোগ নেওয়ার পর ফের হলদিয়ায় নেপালের ব্যবসা ফিরে এসেছে। তবে হলদিয়া বন্দর মারফৎ নেপালে পণ্য পরিবহণের পরিমাণ বছরে ৫০-৭০ লক্ষ টন ওঠানামা করে। এখন নেপালে শিল্পে মন্দা চলছে বলে আমদানি রপ্তানি অনেকটাই কমে গিয়েছে। ফলে বিপাকে পড়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তবে নেপাল টিম এদিন ঘুরে যাওয়ার পর আশায় বুক বাঁধছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। জেনারেল ম্যানেজার পিকে দাস বলেন, শনিবার নেপাল সরকারের এক প্রতিনিধি দল হলদিয়া  বন্দর পরিদর্শন করেছেন। আশা করছি, নেপাল আরও বেশি পরিমাণে পণ্য আমদানি করবে হলদিয়া বন্দরের মাধ্যমে।  • নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা