দক্ষিণবঙ্গ

স্বামীকে বালতি দিয়ে পিটিয়ে খুন করে থানায় হাজির স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পারিবারিক অশান্তির জেরে স্বামীকে বালতি দিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার রোড স্টেশন এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম অশোক বিশ্বাস(৫৫)। স্বামীকে খুনের পর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিজলি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৪ বছর আগে অশোক ও বিজলির বিয়ে হয়। এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, প্রতিদিন রাতে অশোক মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় বিজলি অতিষ্ঠ হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতেও অশোক মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করছিল। তখনই বিজলি রাগ সামলাতে না পেরে বালতি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় অশোক দীর্ঘক্ষণ পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে রাতেই শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বিজলি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করে। মৃতের ভাই অজয় বিশ্বাস বলেন, ওদের সঙ্গে আমাদের সেই রকম সম্পর্ক নেই। আমরা প্রথমে জানতে পারিনি। পুলিস এলে আমরা ঘটনার কথা জানতে পারি। বরাবরই ওদের সাংসারিক অশান্তি লেগে থাকত। ওইদিন কী হয়েছে, বলতে পারব না। পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা