দক্ষিণবঙ্গ

তাইকোন্ডোতে স্বর্ণপদক পুরশুড়ার অনুলাপের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজ্যস্তরে তাইকোন্ডোর অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল পুরশুড়ার নবম শ্রেণির ছাত্র অনুলাপ ভট্টাচার্য। সে পুরশুড়ার ভাঙামোড়া নূতনগ্রাম কেএনসিএম ইনস্টিটিউশনের ছাত্র। কলকাতার মানিকতলায় ওই প্রতিযোগিতায় অনুলাপ প্রথম স্থান অধিকার করে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস-এর উদ্যোগে এই প্রতিযোগিতা হয়েছিল।
এর আগে অনুলাপ চন্দননগরে জেলাস্তরের প্রতিযোগিতায় প্রথম হয়। তারপর ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যায়। সেখানে স্বর্ণপদক পেয়ে সে তাক লাগিয়ে দিয়েছে। অনুলাপ বলল, খুবই ভালো লাগছে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও স্বর্ণপদক পাওয়া আমার লক্ষ্য। তাইকোন্ডোর পাশাপাশি পড়াশোনা করতেও আমার ভালো লাগে। বড় হয়ে ডাক্তার হতে চাই।
অনুলাপের বাবা অনিন্দ্য ভট্টাচার্য পুরোহিতের কাজ করেন। মা মৌমিতাদেবী প্রাথমিক স্কুলশিক্ষিকা। ছ’বছর বয়স থেকে অনুলাপ তারকেশ্বরে তাইকোন্ডো প্রশিক্ষণ নিচ্ছে। এবার স্কুল গেমসের প্রতিযোগিতায় সে স্বর্ণপদক পাওয়ায় তার পরিবার খুশি। অনুলাপের বাবা বলেন, আত্মরক্ষার জন্য তাইকোন্ডো শেখা জরুরি। সেইসঙ্গে এই খেলায় শরীরের পাশাপাশি মস্তিষ্কেরও বিকাশ ঘটে। অনুলাপের স্কুলের প্রধান শিক্ষক উৎপল রক্ষিত বলেন, অনুলাপ স্বর্ণপদক পাওয়ায় আমরা খুশি। আমরা ওর পাশে রয়েছি।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা