দক্ষিণবঙ্গ

কালনায় শ্বশুরকে কুপিয়ে খুন করল জামাই, চাঞ্চল্য

সংবাদদাতা, কালনা: শ্বশুরকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল জামাই! গত বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার উপলতি গ্রামে। মৃতের নাম নীলরতন বাগ (৬৫)। তাঁর বাড়ি কালনার সুলতানপুর পঞ্চায়েতের ভাটরা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই সুশান্ত ঘোষ।
জানা গিয়েছে, বিয়ের কিছু বছর পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত সুশান্ত। এই নিয়ে বহুদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। গত বুধবার তা চরমে ওঠে। খবর পেয়ে সুশান্তের বাড়িতে হাজির হন সুশান্তের শ্বশুর নীলরতন বাগ। নীলরতনকে দেখেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে সুশান্ত। এমনকী তাঁর সঙ্গে বাগ বিতণ্ডাতেও জড়িয়ে পড়ে বলেও খবর। অভিযোগ, আচমকাই ঘর থেকে একটি ধারাল বঁটি এনে নীলরতনের মাথায় কোপ মারে সুশান্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীলরতনবাবু। সেখানেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। এরপর একটি শাবল এনে নীলরতনবাবুকে এলোপাথাড়ি মারতে শুরু করে সে। নীলরতনবাবুর আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তার আগেই সুশান্ত সেখান থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় নীলরতনবাবুকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়। গতকাল, শুক্রবার বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত সুশান্তের কোনও হদিশ পাওয়া যায়নি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা