দক্ষিণবঙ্গ

পড়ুয়াদের হাতেকলমে শেখানোর উদ্যোগ, টিএলএম নিয়ে রঘুনাথগঞ্জে কর্মশালা

সংবাদদাতা, জঙ্গিপুর: টিচিং লার্নিং মেটিরিয়াল বা টিএলএম নিয়ে কর্মশালা হল রঘুনাথগঞ্জ-২ ব্লকে। টিএলএম ব্যবহারে পড়ুয়ারা হাতে কলমে অনেক কিছুই শিখতে পারবে। হাতেকলমে শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন পড়ে। বেশকিছু স্কুলে টিএলএম ব্যবহার করে ভালো ফল পেয়েছেন শিক্ষকরা। তাই টিএলএমের ব্যবহার সার্বিক করতে কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে শিক্ষাদপ্তর। শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ-২ ব্লক অফিসের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিডিও দেবোত্তম সরকার, পূর্ব চক্রের এসআই স্বপেন্দু বিশ্বাস, রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনা খাতুন প্রমুখ। এদিন বিকেল ৪টে পর্যন্ত কর্মশালা চলে। 
বিডিও বলেন, আমাদের সময়ে স্কুলে এত সুযোগ সুবিধা পাইনি। বর্তমানে সরকার ও শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার প্রসারে এগিয়ে এসেছে। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের বিষয়ে আমার তরফে যতটা সম্ভব আমি সাহায্য করব।
এদিন রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে টিএলএম বিষয়ক কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মশালায় চক্রের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৭০জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাঁদের শ্রেণিকক্ষে প্রয়োগের জন্য বিভিন্ন উপকরণ তৈরি ও তার প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১০জন অভিজ্ঞ শিক্ষক সহজে ও স্বল্প মূল্যে কীভাবে শ্রেণিকক্ষে প্রয়োগের জন্য উপকরণ তৈরি করা যায়, তা শেখানো হয়। কর্মশালা শেষে শিক্ষকদের ১০ নম্বরের মূল্যায়ন পরীক্ষাও হয়। তাতে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা উত্তীর্ণ হন। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা স্কুলের সহকারী শিক্ষকদের নিয়ে ছাত্রছাত্রীদের বিষয় ভিত্তিক উপকরণ তৈরি করবেন। সেই সমস্ত উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষে হাতেকলমে ছাত্রছাত্রীদের পাঠদান করবেন। রাজপুত বাহুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ মাইদুল ইসলাম বলেন, আমি কয়েক ঘণ্টায় বিভিন্ন উপকরণ দিয়ে ন’টি প্রজেক্ট তৈরি করেছি। কাগজ, আঠা, টুনিবাল্ব ও ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তা বানানো হয়। যেগুলি শিশুরা দেখে আগ্রহী হয়। তাদের মনে কৌতূহলও বাড়ে। সেই বিষয়গুলিই আমি কর্মশালায় তুলে ধরেছি। ৫০ নম্বর হাটপাড়া প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক তাজিরুল ইসলাম বলেন, ক্লাসে টিএলএমের ব্যবহার হয়। তবে উপকরণ খুব কম পরিমাণে রয়েছে। কর্মশালায় অনেক কিছুই জানা হল। রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের এসআই স্বপ্নেন্দু বিশ্বাস বলেন, টিএলএমের ব্যবহারকে সার্বিক করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। উপকরণের সাহায্যে ছাত্রছাত্রীরা হাতেকলমে শিখতে পারবে। এতে করে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা