দক্ষিণবঙ্গ

বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগ: শুক্রবারও মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল উদ্বোধন হল একাধিক দুর্গাপুজো মণ্ডপের। এদিন বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের নানা প্রান্তের পুজো মণ্ডপের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে পুলিস, প্রশাসনের অধিকারিকরা ছিলেন। একইসঙ্গে হাজির ছিলেন জন প্রতিনিধিরাও। 
বাঁকুড়ায় এদিন ১৫টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ধলডাঙা পুজো মণ্ডপে ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, পুলিস সুপার বৈভব তিওয়ারি প্রমুখ। 
পুরুলিয়াতেও এদিন একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্বোধনে ছিলেন জেলাশাসক রজত নন্দা, সভাধিপতি নিবেদিতা মাহাত, মহকুমা শাসক উৎপল ঘোষ, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত প্রমুখ। শহরের কুকস কম্পাউন্ডের পুজোর উদ্বোধনে ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, নিয়তি মাহাত প্রমুখ। পুঞ্চার একটি পুজোর উদ্বোধনে ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন হুড়ার একটি পুজো কমিটির উদ্বোধনে। মানবাজারে ইন্দকুড়ির পুজো উদ্বোধনে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। এদিন বৃষ্টি উপেক্ষা করেই পুজোর উদ্বোধনে ভিড় ছিল লক্ষণীয়।
এদিন আরামবাগে দু’টি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের পারুল মিলন মঞ্চের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমা শাসক সুবাসিনী ই, প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার প্রমুখ ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী আরামবাগের পূর্ব কৃষ্ণপুরে সুকান্ত ইয়ুথ ক্লাবের দুর্গা পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী প্রমুখ। পুজো উদ্বোধন ঘিরে এদিন মণ্ডপগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এদিন আরামবাগ মহকুমা বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন। দুর্গতরা পেয়েছেন কি না, তার খোঁজ নেন। বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশও দেন।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা