দক্ষিণবঙ্গ

অফিসের মধ্যেই আইবুড়ো ভাতের আয়োজন, বর্ধমান-১ বিডিওর কাছে কৈফিয়ত তলব

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অফিসের মধ্যেই আ‌ইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করায় বর্ধমান-১ বিডিও রজনীশ যাদবের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। জেলাশাসক কে রাধিকা আয়ার চিঠি করে বিডিও-র জবাব চেয়েছেন। তৃণমূল নেত্রী কাকলি তা গুপ্তর পায়ে হাত দিয়ে বর্ধমান-১ ব্লকের বিডিও প্রণাম করেন। একজন সরকারি আধিকারিকের এহেন আচরণে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব আইবুড়ো ভাতের অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। যদিও বিডিও ও তৃণমূল নেত্রী দাবি করেন, এই অনুষ্ঠান করে তাঁরা অন্যায় করেননি। অফিস শেষে আ‌ইবুড়ো ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর গুরুজনদের প্রণাম করা ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে। তাই এতে অন্যায়ের কিছু নেই বলে বিডিও দাবি করেন। 
বিজেপি প্রশ্ন তোলে, একজন বিডিও তৃণমূল নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে প্রশাসনিক কাজে নিরপেক্ষতা থাকবে কীভাবে? এক আধিকারিক বলেন, সরকারি দপ্তরে এধরনের অনুষ্ঠান করা যায় না। সার্ভিস রুলেও সেটা স্পষ্ট করে বলা হয়েছে। বিডিওর বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। তৃণমূল নেত্রী কাকলি তা গুপ্ত বলেন, বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে। এই অনুষ্ঠানের জন্য সরকারি কাজ ব্যাহত হয়নি। এতে প্রশাসনিক কাজে নিরপেক্ষতা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা