দক্ষিণবঙ্গ

 দীঘায় জগন্নাথধামে আগামী বছর থেকেই রথযাত্রা, টুইট মুখ্যমন্ত্রীর​​​​​

সংবাদদাতা, কাঁথি: দীঘায় জগন্নাথধামে আগামী বছরই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এবং রথের চাকা গড়াবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। তবে, পুরনো জগন্নাথ মন্দির যেটা নতুন জগন্নাথের ‘মাসির বাড়ি’ বলে পরিচিত হবে, সেখানে যথারীতি প্রথা মেনে পুজোপাঠ ও অন্যান্য অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। মাসির বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করতে ৫২৪টি পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিউ দীঘার রেলওয়ে স্টেশন থেকে দীঘা থানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ হবে। তারজন্যই কাটা হবে গাছ। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ থেকে শুরু করে পরিবেশবিদরা ক্ষোভপ্রকাশ করেছেন।
যদিও এবিষয়ে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, জগন্নাথধাম চালু হয়ে গেলে এই রাস্তার উপর মানুষের ভিড় বাড়বে। মন্দির নির্মাণের পরিকল্পনার সঙ্গে রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কাজ করার জন্যই ৫২৪টি গাছ কাটা হবে। বনদপ্তর তার অনুমতি দিয়েছে। 
উল্লেখ্য, এবছর ৭ জুলাই রথযাত্রার দিন নতুন জগন্নাথধাম উদ্বোধন হতে পারে ধরে নিয়ে মন্দির চত্বরে বড়সড় রথ তৈরির কাজ শুরু হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, এবছর নয়, আগামী বছরই মন্দিরের রথের রশিতে টান পড়বে। এদিকে মন্দিরের শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে। আগামী বেশ কয়েক মাসের মধ্যে মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এর আগে মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি আনা হয়েছে। বৃ
হস্পতিবারই মাসির বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা তৈরি হবে, তার অঙ্গ হিসেবে দীঘা থানার সামনে থেকে পুরনো জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তায় সরকারি উদ্যোগে তৈরি বেশ কয়েকটি স্টল ভেঙে দেওয়া হয়। এর আগে রাস্তার দু’দিকে জবরদখল করে বসা দোকানপাটও সরানো হয়েছে।   দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।-নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা