দক্ষিণবঙ্গ

বর্ধমানে দুই সিভিক ভলান্টিয়ারকে মার, গ্রেপ্তার চা বিক্রেতা

সংবাদদাতা, বর্ধমান: কর্তব্যরত অবস্থায় দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ রমজান ওরফে বুড়ো। বর্ধমান থানার শিবপুরের দিঘিরপাড় এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে শহরের নবাবহাট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে শনিবার ফের আদালতে পেশ করার নির্দেশ দেন সিজেএম।
পুলিস জানিয়েছে, সিভিক ভলান্টিয়ার অর্জুন মুর্মু ও শেখ জামালউদ্দিন গোলাপবাগ ট্রাফিক গার্ডে কর্মরত। বৃহস্পতিবার সকালে তাঁরা কেশবগঞ্জচটি এলাকায় একটি নার্সিংহোমের কাছে ডিউটি করছিলেন। বেলা ১০টা নাগাদ তাঁরা মাদ্রাসার বেশ কয়েকজন খুদে পড়ুয়াকে রাস্তা পারাপার করান। রাস্তার পাশেই রমজানের চায়ের দোকান। যানবাহন থামিয়ে বাচ্চাদের রাস্তা পারাপার করানোয় সেখানে কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে ব্যবসায় অসুবিধার কথা বলে রমজান ওই সিভিক ভলান্টিয়ারদের সেখান দিয়ে বাচ্চাদের পারাপার না করাতে বলে। তাঁরা রাজি না হলে বচসা বাধে। আশপাশের লোকজন এসে বচসা থামিয়ে দেন।অভিযোগ, কিছুক্ষণ পর আচমকা একটি বাঁশ নিয়ে এসে জামালউদ্দিনের মাথায় ও ঘাড়ে আঘাত করে রমজান। জামালউদ্দিন মাটিতে পড়ে যান। এরপরও তাঁকে বাঁশপেটা করা হয়। অর্জুন থামাতে গেলে তাঁকেও মারধর করা হয়। আশপাশের লোকজন এলে রমজান পালিয়ে যায়। জখম দুই সিভিক ভলান্টিয়ারকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর অর্জুনকে ছেড়ে দেওয়া হয়। জামালউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। অর্জুন থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিস রমজানকে গ্রেপ্তার করে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা