দক্ষিণবঙ্গ

জমিতে বল কুড়াতে গিয়ে ফিসারির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু 

সংবাদদাতা, হলদিয়া: জমিতে বল কুড়াতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তারে হাত লেগে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হল। মৃতের নাম শুভম রানা(১০)। শুক্রবার বিকেল ৫টা নাগাদ ঝুলে থাকা তার ধরে ফেলায় মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এদিন দুপুরে বিদ্যুৎদপ্তরের আধিকারিকরা হুকিং ও অবৈধ বিদ্যুৎ সংযোগ খুঁজতে গ্রামে হানা দেন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎদপ্তরকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। গত ১৫দিনে মহিষাদল বিধানসভা এলাকায় ফিসারির অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে দু’জনের মৃত্যু হল বলে অভিযোগ। শুভম রবীন্দ্র শিশু বিদ্যালয়ে পড়ত। নন্দকুমারে তার বাবার টায়ার সারানোর দোকান রয়েছে।শুভমের মা কৃষ্ণা রানা বারবার মূর্ছা যান। জেঠিমা লক্ষ্মী রানা বলেন, দেড়টা নাগাদ স্কুল থেকে ফিরে আমার কাছে খেয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। সেখানেই বিপদ ঘটে গেল। শুভমের খেলার সঙ্গী সংগ্রাম রানা বলে, আমরা খেলতে গিয়ে বলটা গড়িয়ে মাঠের ঘাসের মধ্যে চলে যায়। শুভমকে মাঠে নামতে মানা করে আমরা দু’জন বল খুঁজছিলাম। হঠাৎ বল নিয়ে ফিরে দেখি, ও রাস্তার উপর পড়ে আছে। আমরা বারবার ডেকেও সাড়া পাইনি। ভয় পেয়ে ছুটে গিয়ে বাড়িতে খবর দিই। স্থানীয় বাসিন্দা অমল রানা বলেন, বিদ্যুতের কাটা তারে শুভম হাত দিয়ে ফেলায় বিপদ হয়েছে। এলাকায় একটি ফিসারি রয়েছে। ওই ফিসারিতে পাম্প চালানোর জন্য একজনের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। তিন বছর ধরে রাস্তার পাশে তার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাড়ার লোকজন প্রায়ই প্রতিবাদ করতাম। ব্যবস্থা নিলে এই বিপদটা হতো না। পরিবারের লোকজন বলেন, যাদের জন্য মায়ের কোল খালি হয়ে গেল তাদের কঠোর শাস্তি চাই। এদিন বিকেলে ঘটনাস্থলে যান মহিষাদল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অরবিন্দ সিং। তিনি বলেন, একটি বাড়ি থেকে ফিসারিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এব্যাপারে আইনি পদক্ষেপ করা হবে। মহিষাদলের ওসি বলেন, বিদ্যুতের তার এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। কিন্তু, পরিবার এখনও অভিযোগ করেনি। বিদ্যুৎ দপ্তর এফআইআর করছে। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, গত ১৩ জুন হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলি গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য ফিসারিতে পাম্প চালাতে গিয়ে অনুপম মান্না নামে এক যুবকের মৃত্যু হয়। তারপর এই শিশু মৃত্যুর ঘটনা ঘটল। ফিসারিতে অবৈধ সংযোগ খতিয়ে দেখতে বিডিও, ওসি ও বিদ্যুৎদপ্তরকে যৌথভাবে সার্ভে করতে বলছি। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা