রাজ্য

মাটির অনুখাদ্যের ঘাটতি মেটাতে জিঙ্ক ও বোরন যুক্ত সার ৪৮ হাজার কৃষককে, ৪ লক্ষ নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত বছর চাষের জমির মাটি পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছিল, বহু জায়গায় অনুখাদ্যের ঘাটতি রয়েছে। এর ফলে শাকসব্জি, ফল ইত্যাদি উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা কৃষিদপ্তরের আধিকারিকদের। এ বছর তাঁরা ঠিক করেছেন, মাটির অনুখাদ্যের ঘাটতি পুরণ করতে জিঙ্ক এবং বোরন যুক্ত সার বণ্টন করা হবে রাজ্যের ৪৮ হাজার কৃষককে। ফলে রাজ্যে ৩৬ হাজার ৯৬০ হেক্টর জমির অনুখাদ্য বৃদ্ধি করা যাবে। এর পাশাপাশি এই অর্থবর্ষে রাজ্যে প্রায় চার লক্ষ মাটির নমুনা পরীক্ষা করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষিদপ্তর।
দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাটি পরীক্ষার আগের রিপোর্ট পর্যালোচনা করে কৃষকদের এই সার দেওয়া হবে। সরকারের এই উদ্যোগ উৎপাদন বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে বলে আশা। কৃষি বিশেষজ্ঞদের মতে, এক একটি জেলায় মাটির হাল একেকরকম। কোথাও কম কোথাও বেশি অনুখাদ্য থাকে মাটিতে। কিন্তু গতবছর নমুনা পরীক্ষা করে জানা গিয়েছে, রাজ্যের সর্বত্রই কম-বেশি পুষ্টিগুণ কমেছে মাটির। তাই ফলন ঠিক রাখতে বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলায় (৪৬৪০) সবচেয়ে বেশি কৃষকের জমির জন্য এই জিঙ্ক ও বোরন যুক্ত সার বণ্টন করা হবে। অন্যদিকে, গতবার রাজ্যে তিন লক্ষ ৩৩ হাজারেরও বেশি মাটির নমুনা পরীক্ষা করা হয়েছিল। এবারে সেই সংখ্যা বাড়িয়ে চার লক্ষ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় (৩১০০০) সবচেয়ে বেশি পরীক্ষার লক্ষ্যমাত্রা। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ২৫ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হবে।
29d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা