রাজ্য

বাংলাদেশে ১০ কেজি রুপো পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২ মহিলা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বসিরহাটের পানিতর সীমান্তে ১০ কেজি রুপোর দানা উদ্ধার করল বিএসএফ। সেই সঙ্গে এই পাচারে যুক্ত থাকার অভিযোগে দু’জন মহিলা পাচারকারীকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়ায় রুপোর বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার টাকা। জেরায় ধৃতরা বিএসএফকে জানিয়েছে, এই চোরাচালান করতে পারলে তারা দু’জন ৬০০ টাকা করে কমিশন পেত। সেই লোভে পড়েই পাচার করছিল। কিন্তু, পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। বিএসএফ জানিয়েছে, গোয়েন্দাদের কাছে খবর ছিল, বসিরহাটের পানিতর সীমান্ত এলাকায় পাচার হতে পারে। সেইমতো সোমবার সীমান্তের জওয়ানরা সমস্ত জায়গায় সকলকে সতর্ক করে দেয়। সকলে কড়া নজরদারি শুরু করেন। ডিউটি​​ চলাকালীন, জওয়ানরা দেখেন, দু’জন মহিলা সন্দেহজনকভাবে ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। জওয়ানরা তাদের থামতে বলেন। কিন্তু, ‌জওয়ানদের দেখেই, তারা জোরে পালানোর চেষ্টা করে। যদিও হাতেনাতে দুই মহিলাকেই ধরে ফেলা হয়। তারপর বিএসএফের মহিলা কনস্টেবল তল্লাশি করেন। এক মহিলা চোরাকারবারির অন্তর্বাস থেকে রুপোর দুটি প্যাকেট উদ্ধার হয়। ধানখেত থেকে উদ্ধার করা হয় আরও দুটি প্যাকেট। ধৃতদের এবং বাজেয়াপ্ত রুপো ঘোজাডাঙ্গায় শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা