পুজো ২০২৪

দশমীতে দুই পূর্বপুরুষের শ্রাদ্ধানুষ্ঠান করা হয় কাটোয়ার চোঙদার বাড়িতে

সংবাদদাতা, কাটোয়া: পুরানো জমিদারি আর এখন নেই। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটেছে। কিন্তু পুজোর সূচনা হয়েছিল জমিদারদের হাত ধরেই। সে পুজোর জৌলুস কমলেও ঐতিহ্য আর পরম্পরা বাঁচিয়ে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা। বারান্দার পলস্তারা খসে পড়েছে। বয়সের ছাপ বাড়িটার সারা শরীরে। কিন্তু ঐতিহ্য, ধুমধাম, জাঁকজমক এতটুকু টোল খায়নি। গুসকরার চোঙদার বাড়িতে দশমীতে পরিবারের দুই পূর্বপুরুষের শ্রাদ্ধানুষ্ঠান হয়। সেই সাবেকি রীতি আজও চলে আসছে। সাবেকি আমলের চোঙদার বাড়ির দুর্গাপুজো শহরের বাসিন্দাদের নজর কাড়ে। 
গুসকরার চোঙদার বাড়ির পুজো প্রায় সাড়ে তিনশ বছরের পুরানো। তবে কার হাত ধরে পুজো শুরু হয় তা কেউ বলতে পারেন না। পুজোর নানা বিশেষত্ব রয়েছে। পুজোর ঘট পরিবর্তন করা হয় না। পরিবারের সদস্য মল্লিকা চোঙদার বলেন, একবার চোঙদার বাড়িতে দশমীর দিন পরিবারের পূর্বপুরুষ চতুর্ভুজ চোঙদার পুজো চলাকালীন মারা যান। তারপরেই তাঁর স্ত্রী বিদ্যাসুন্দরী দেবী দুর্গামন্দিরে স্বেচ্ছামৃত্যু বরণ করেন। সেই থেকেই দশমীর দিনে মা দুর্গার সামনে চতুর্ভুজ চোঙদার ও বিদ্যাসুন্দরীদেবীর শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। এখনও সেই প্রথা চালু রয়েছে। চোঙদারদের আগে চট্টোপাধ্যায় পদবি ছিল। পরে তাঁরা চোঙদার উপাধি পান। একসময় সাতটি গ্রামে বিস্তৃত ছিল জমিদারি। পুজোর দিনগুলিতে সেই সাত গ্রামের বাসিন্দারা জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে আসতেন। ভোগ খাওয়ার পর পালা গান, যাত্রা শুনে বাড়ি ফিরতেন তাঁরা। দুর্গা দালানের পাশে রয়েছে ভোগ ঘর। এলাকাজুড়ে রয়েছে শতাধিক উনুনের ভগ্নাংশ। সেইসব উনুনেই জমিদারি আমলে অন্নভোগ তৈরি হতো। তবে পরিবারের সদস্যরা পুজোর চারদিন বেশিরভাগ সময় এই দুর্গাদালানেই কাটান। নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিশাল জমিদার বাড়ির মধ্যে বিরাট দুর্গা দালান রয়েছে। দুর্গাপুজো ছাড়াও কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। সব ক’টিই বহুদিন ধরে হয়ে আসছে। চারদিনই হোম-যজ্ঞ হয়। চোঙদারদের পুজোর সেটাও এক উল্লেখযোগ্য দিক। এ ছাড়া নবমীর দিন হয় কুমারী পুজো। এলাকার বাইরে থেকেও অনেকে চোঙদার বাড়ির পুজো দেখতে আসেন। মহাষ্টমীর অঞ্জলিতে ভিড় উপচে পড়ে। এ ছাড়াও সপ্তমী থেকে দশমী  চার দিনই প্রদীপ জ্বেলে রাখা হয়। খড়খড়ির জানালা চারিদিক ঘিরে রেখেছে দুর্গা দালানকে। বড় বড় কারুকাজ করা থামের আড়ালে এক চালের সাবেকি মা দুর্গাপ্রতিমা মন কাড়ে সবার।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা