পুজো ২০২৪

রবীন্দ্র সঙ্ঘ ফুটিয়ে তুলছে একখণ্ড রাজস্থান, রথখোলা ঘোরাবে ব্যাঙ্কক

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে পুজো দেখতে বেরিয়ে কিছুক্ষণের জন্য চলে যেতে পারেন রাজস্থান। সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন ব্যাঙ্ককে। আসলে শিলিগুড়িতে এবার থিমের পুজোর প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্ঘ একখণ্ড রাজস্থান। আর রথখোলা স্পোর্টিং ক্লাবের থিম ব্যাঙ্কক শহর। 
৭২ তম বছরে রবীন্দ্র সঙ্ঘের থিমের স্লোগান ‘পধারো মারো দেশ’। এই রাজস্থানী শব্দবন্ধের অর্থ আমার দেশ বা শহরে আস। সেই মতো রাজস্থানের সংস্কৃতি দর্শনীয় স্থানকে ভিত্তি করে তৈরি হচ্ছে রবীন্দ্র সঙ্ঘের পুজো মণ্ডপ। দেখা যাবে রাজপ্রাসাদ, উটের মডেল সহ  রাজস্থানের নানা আকর্ষণীয় জিনিস। পুজো কমিটির অন্যতম সদস্য উদয়ন দাশগুপ্ত বলেন, সাধারণ মানুষের অনেক স্বপ্ন থাকে। তবে সকলের সব স্বপ্ন পূরণ হয় না। যেমন অনেকে বাইরে ঘুরতে যেতে চান। কিন্তু অর্থের অভাবে অনেকের রাজস্থান ঘুরতে যাওয়া কোনওদিনই সম্ভব হয় না। সেই সব মানুষের কথা ভেবে এই থিম। যাতে নিজের শহরে থেকেই রাজস্থানের সঙ্গে তাঁরা পরিচিত হতে পারেন। সেই মতো ফোম, প্লাইউড সহ নানারকম সামগ্রী দিয়ে গড়ে উঠছে রাজপ্রাসাদ সহ একখণ্ড রাজস্থান। ফুটিয়ে তোলা হবে রাজস্থানের বিশেষ বিশেষ দর্শনীয় জায়গা এবং সেইসঙ্গে অবশ্যই থাকবে উট। তবে জীবিত নয়, উটের মডেল। 
রবীন্দ্র সঙ্ঘে রাজস্থান দেখে বেরিয়ে কয়েক পা এগলেই পৌঁছে যাওয়া যাবে রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজোয়। তাদের থিম ‘সুবর্ণভূমি’। বাংলার কোনও গ্রাম বা নদীতট নয়। ব্যাঙ্কক শহরের অনুকরণে এবার পুজোর থিম করেছে রথখোলা স্পোর্টিং ক্লাব। পুজো কমিটির সম্পাদক বাপ্পা বর্মন বলেন, এবার আমরা বিদেশি শহরের অনুকরণে মণ্ডপ করার সিদ্ধান্ত নিয়েছি। সেই মতো বিভিন্ন দেশের শহর ও দর্শনীয় জিনিস খুঁজতে গিয়ে ব্যাঙ্ককের এয়ারপোর্ট সুবর্ণভূমি নজর কাড়ে। গোটা এয়ারপোর্ট তৈরি করা সম্ভব নয়। তাই ওই এয়ারপোর্টের কিছু অংশ ও ব্যাঙ্কক শহরের কিছু আকর্ষণীয় দিক নিয়ে আমরা পুজোর থিম করেছি। শিলিগুড়ির শিল্পী এই থিমের মণ্ডপ তৈরি করছেন। আশা করছি, অন্যান্য বারের মতো এবারও আমাদের পুজো সকলের নজর কাড়বে।
রবীন্দ্র সঙ্ঘের মণ্ডব তৈরির কাজ চলছে। - নিজস্ব চিত্র।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা