বিদেশ

ভিক্ষুক পাঠানো বন্ধ করুন, হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানকে চিঠি সৌদি আরবের

রিয়াধ, ২৫ সেপ্টেম্বর: হজযাত্রী হিসেবে আসা পাক ভিক্ষুকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে সৌদি আরবে। এবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে কড়া ভাষায় চিঠি দিল সৌদি আরব। পাকিস্তানকে সতর্ক করে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণ না হলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছে তারা। গত মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি রিপোর্টও। সেখানে বলা হয়েছে, সৌদির হজ মন্ত্রকের তরফে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, উমরাহ ভিসাকে হাতিয়ার করে ভিক্ষুক পাঠানো বন্ধ করুক পাকিস্তান। তা না হলে আগামী দিনে পাকিস্তানের নাগরিকরা সৌদিতে হজ করতে যেতে সমস্যায় পড়বেন। জানা গিয়েছে, সৌদির এই চিঠির পাওয়ার পরই ভিক্ষুক সমস্যা সামলাতে দেশে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে পাক সরকার।
প্রসঙ্গত, হজে ভিড় নিয়ন্ত্রণ করতে চলতি বছরের মে মাসেই সৌদি সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। বলা হয়েছিল, অনুমতি ছাড়া সেই দেশে কাউকেই হজ করতে আসতে দেওয়া হবে না। বেআইনিভাবে কেউ যদি আসেন তাহলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকার কাছাকাছি। গত বছর সেপ্টেম্বরেও হজযাত্রীর ছদ্মবেশে থাকা ১৬ জন ভিক্ষুককে সৌদি আরবগামী একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। পরে গ্রেপ্তারও করা হয়েছিল তাঁদের। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানের নাগরিক।
14h 14m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা