বিদেশ

কোয়াড লিডার্স সামিটে নাম উল্লেখ না করে চীনকে বার্তা প্রধানমন্ত্রীর

উইলমিংটন: আমেরিকায় কোয়াড লিডার্স সামিটে নাম না করে চীনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেলাওয়ারের উইলমিংটনে অনুষ্ঠিত সামিটে মোদি বলেন, ‘কোয়াড কারও বিরুদ্ধে নয়। কিন্তু আমরা সকলেই একটি নিয়মনিষ্ঠ আন্তর্জাতিক ব্যবস্থা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আঞ্চলিক অখণ্ডতা এবং সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান সমর্থন করি।’ সামিটের ফাঁকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন মোদি। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
ভারত ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন চারটি দেশ-ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি হয়েছে কোয়াড। মোদি তাঁর বক্তৃতায় জানান, উন্মুক্ত, সমৃদ্ধ ‘ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল গড়ে তোলাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শনিবার অনুষ্ঠিত এই  সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। সাম্প্রতিক সময়ে চীন বারবার সমগ্র দক্ষিণ চীন সাগরকে নিজেদের এলাকা বলে দাবি করে চলেছে। এই নিয়ে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই ও তাইওয়ানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বেজিং। সেই আবহেই মোদি চীনকে বার্তা দিতে চাইলেন বলে মনে করা হচ্ছে। মোদি জানান, চার দেশের নেতারা এমন এক সময় মিলিত হয়েছেন, যখন বিভিন্ন প্রান্তে সংঘাত ও উত্তেজনা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু সদর্থক উদ্যোগ নিয়েছি।’ 
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা