কলকাতা

সম্প্রীতি উড়ালপুলে গাড়ির বেপরোয়া গতিতে রাশ টানতে বসল ‘স্পিড বার’

সংবাদদাতা, বজবজ: মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে গাড়ির বেপরোয়া গতিতে রাশ টানতে এবার অটোমেটিক স্পিড লিমিট বার বসানো হল। ফলে এখন খেয়ালখুশি মতো গাড়ি চালালেই জরিমানা। সঙ্গে শাস্তিও হতে পারে। আপাতত এমন বার বসানো হয়েছে উড়ালপুলের ঠিক মাঝখানে। পরবর্তী সময় সাত কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলে পর্যায়ক্রমে আরও কয়েকটি স্পিড লিমিট বার বসানো হবে। এমনটাই জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিস জেলার যান শাসন বিভাগের এক আধিকারিক। তিনি বলেন, এতদিন বেপরোয়াভাবে গাড়ি চালালেও পার পেয়ে যাচ্ছিলেন চালকরা। তাঁদের ধরলেও এ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকত। এবার আর তা হবে না। কারণ এই অটোমেটিক স্পিড লিমিট বারে ধরা পড়ে যাবে, গাড়ি কত কিলোমিটার স্পিডে ছুটছিল, কোথায় এবং কোন সময় কত গতি বাড়ানো হয়েছে ইত্যাদি। পাশাপাশি গাড়ির ছবিও উঠে যাবে ক্যামেরায়। ফলে ঝুট-ঝামেলা যেমন এড়ানো যাবে, তেমনই জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে চালক বা মালিকের মোবাইলে। আপাতত এই অটোমেটিক স্পিড লিমিট বার নিয়ন্ত্রিত হবে ডায়মন্ডহারবার পুলিস জেলার জেলা কার্যালয় পৈলান থেকে। পরবর্তীকালে এটি মহেশতলা ট্রাফিক পুলিসের অধীনে আসবে। একারণে মহেশতলায় ট্রাফিক পুলিসের একটি স্থায়ী অফিস তৈরি হবে।
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, সাত কিলোমিটার দীর্ঘ সম্প্রীতি উড়ালপুল শুরু হয়েছে জিনজিরা বাজার থেকে। এটি বাটা মোড় পর্যন্ত গিয়েছে। এই উড়ালপুল চালু হওয়ার পর থেকে গত কয়েক বছরে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। কখনও উপর থেকে নীচে গাড়ি পড়েছে। কখনও বাইক ও অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫০ জন। মা উড়ালপুলের তৈরির পর সেখানে গাড়ির গতি বাঁধতে কলকাতা পুলিস নানা পদক্ষেপ নিলেও সম্প্রীতির ক্ষেত্রে তা হয়নি। প্রশাসনিক বৈঠকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে অনেকেই এই সমস্যার কথা তুলে ধরেছিলেন। তারপরই এ ব্যাপারে তৎপর হন সাংসদ। তার জেরেই সম্প্রীতি উড়ালপুলে বসল স্পিড লিমিট বার। - নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা