খেলা

আজ যুবভারতীতে মোহন বাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড, বদলা নয়, আইএসএলে প্রথম জয়ের খোঁজে মোলিনা

সঞ্জয় সরকার, কলকাতা: গত ৩১ আগস্ট ডুরান্ড কাপ ফাইনালে দু’গোলে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় ডুবতে হয়েছিল মোহন বাগানকে। নির্ধারিত সময়ে স্কোর ছিল  ২-২। টাই-ব্রেকারে বাজিমাত করে খেতাব ছিনিয়ে নেয় নর্থইস্ট ইউনাইটেড। তিন সপ্তাহের ব্যবধানে সোমবার আইএসএলে যুবভারতীর সবুজ গালিচায় ফের মুখোমুখি হচ্ছে দু’দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন সবুজ-মেরুন অনুরাগীরা। কোচ হোসে মোলিনা অবশ্য সেভাবে দেখছেন না। তাঁর লক্ষ্য, নর্থইস্টকে হারিয়ে আইএসএলে প্রথম জয় তুলে নেওয়া। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘এই ম্যাচে জিতলেও ডুরান্ড কাপ ট্রফি ফিরে পাব না। সুতরাং প্রতিশোধের কোনও প্রশ্ন ওঠে না। বরং ঘরের মাঠে পুরো পয়েন্টই লক্ষ্য।’
সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি মোহন বাগান। মরশুমের শুরুতে দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে বেশ বিরক্ত সমর্থকরা। মোলিনা অবশ্য তা নিয়ে ভাবতে নারাজ। অনুশীলনে নানারকম ফান গেমের মধ্যে দিয়ে ফুটবলারদের চাপমুক্ত রাখতে চাইছেন তিনি। রবিবার অনুশীলনের শুরুতেই সেই ছবি দেখা গেল। মাঠের একপ্রান্তে গোল হয়ে দাঁড়িয়ে ফুটবলাররা। প্রত্যেকের হাতে বল। আর মাঝে রাখা একটি ঢাউস সুইস বল। লম্বা থ্রোয়ে সেটাকে হিট করাই চ্যালেঞ্জ দিমিত্রি-কামিংসদের। এরপর ছোটছোট গ্রুপ করে পাসিং ফুটবলে জোর দেন বাগান কোচ। 
গত ম্যাচে শেষলগ্নে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ পেত্রাতোস। তাঁর ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন। তাই নর্থইস্টের বিরুদ্ধে অজি তারকাকে বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন মোলিনা। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে জেমি ম্যাকলারেনের। শুরু থেকেই কামিংসের সঙ্গী হতে পারেন তিনি।  তবে চোটের কারণে এই ম্যাচেও নেই আলবার্তো রডরিগেজ। এদিন মাঠের ধারে আলাদাই ট্রেনিং করলেন তিনি। সঙ্গী ছিলেন আশিক কুরুনিয়ান। অন্যদিকে, ডুরান্ড কাপ ফাইনালে মোহন বাগানের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই জানালেন নর্থইস্ট কোচ পেড্রো মানালি। তাঁর কথায়, ‘জানি, মোহন বাগান মরিয়া থাকবে বদলা নিতে। তবে আমরা তৈরি।’
মোহন বাগানের সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল, আশিস, দীপ্যেন্দু, আলড্রেড, শুভাশিস, দীপক, সাহাল, মনবীর, স্টুয়ার্ট, ম্যাকলারেন ও কামিংস। 
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা