রাজ্য

পশ্চিমবঙ্গে বন্যা রোধে আরও প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীকে,  চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিনে পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরও একাধিক প্রকল্প গড়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখলেন তিনি। প্রকল্পগুলির খরচ রাজ্যের একার পক্ষে বহন করা যে সম্ভব নয় প্রধানমন্ত্রীকে লেখা শনিবারের চিঠিতে তারও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান, দুই দিনাজপুর ও মালদহের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এবং মুর্শিদাবাদে গঙ্গা-পদ্মা ভাঙন প্রতিরোধ প্রকল্পের জন্য যে কেন্দ্রীয় অর্থ এখনও পাওয়া যায়নি, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের পর শনিবার মুখ্যমন্ত্রী যে চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, তার বেশিরভাগ অংশ জুড়ে ডিভিসির বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা প্রথম চিঠির জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল যে জবাবি চিঠি সেদিনই পাঠিয়েছিলেন তাতে উল্লেখিত বিভিন্ন বিষয় তথ্য‌ ও পরিসংখ্যান দিয়ে খণ্ডন করেছেন মুখ্য‌মন্ত্রী। এর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প তৈরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের আজ, সোমবার দুই বর্ধমান জেলায় যাচ্ছেন মমতা। মঙ্গলবার বোলপুরে প্রশাসনিক বৈঠক করে ওই জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। 
ডিভিসি পরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণের জন্য মোট আটটি বাঁধ তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে চারটি বাঁধ মাইথন, পাঞ্চেত, কোনার ও তিলাইয়া করা হয় দামোদর ও তার সঙ্গে যুক্ত কয়েকটি নদীর উপর। পরবর্তীকালে বিহার সরকার পাঞ্চেতের আগে দামোদরের উপর তেনুঘাট বাঁধ তৈরি করে। ডিভিসির মূল পরিকল্পনায় সেখানে একটি বাঁধ করার কথা বলা হয়েছিল। তা হয়নি। দামোদর নদের সঙ্গে যুক্ত বরাকর নদের উপর মাইথনের আগে বলপাহাড়িতে আরও একটি বাঁধ তৈরির পরিকল্পনা থাকলেও সেটা করা হয়নি। পাশপাশি দামোদরের সঙ্গে যুক্ত বোকারো নদীর উপর বাঁধ তৈরি হয়নি। এই বাঁধগুলি তৈরি হলে আরও বেশি পরিমাণে বন্যার জল আটকানো সম্ভব হতো। বন্যা নিয়ন্ত্রণর জন্য  কোনও নতুন পরিকল্পনা আগামী দিনে হলে তার আর্থিক দায় যে কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে, তা চিঠিতে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রকল্প কেন্দ্রীয় সরকার অনুমোদন করলেও যে অর্থ বরাদ্দ করা হয়নি সেটা উল্লেখ করতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান এবং দুই দিনাজপুর ও মালদহের প্রকল্প কথা বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রায় ১২৩৯ কোটি টাকা এবং দুই দিনাজপুর ও মালদহের জন্য ৪৯৭ কোটি টাকার প্রকল্প এখনও ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়নি। একই অবস্থা মুর্শিদাবাদের গঙ্গা-পদ্মা ভাঙন প্রতিরোধ প্রকল্পের। এই প্রকল্পের পুরোটা কেন্দ্রেরই দেওয়ার কথা।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা