রাজ্য

 
শাক-সব্জির অগ্নিমূল্য রুখতে নতুন নীতি নিয়ে ফসল সংগ্রহে রাজ্যই ‘চাষির দুয়ারে’ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোলা বাজারে সব্জির অগ্নিমূল্য থেকে আম জনতাকে খানিক রেহাই দিতে নয়া নীতি নিয়েছে নবান্ন। ‘চাষির দুয়ারে’ পৌঁছে তাঁর উৎপাদিত আনাজপাতি সরসারি সংগ্রহে নেমেছে রাজ্য। তার সফল প্রয়োগে বন্যাবিধ্বস্ত এলাকাসহ বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছেন বলে দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গবাসীকে সুলভ মূল্যে শাক-সব্জির জোগান দিতে চালু হয়েছিল ‘সুফল বাংলা’ প্রকল্প। গতবছরই এই স্টলের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছিল। যদিও তার অধিকাংশই ছিল পুর এলাকা এবং জেলা সদরগুলিতে। চলতি বছরের গোড়া থেকে পঞ্চায়েত এলাকা, ব্লক এবং মহকুমায় ন্যায্যমূল্যের এই সরকারি স্টল খোলা শুরু হয়। আপাতত এমন স্টলের সংখ্যা শ’দেড়েক। পাশাপাশি, গত জুন থেকে আলু, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে আরও দূরবর্তী গ্রামীণ এলাকার মানুষের দুর্ভোগ বাড়ে। তার প্রেক্ষিতে কৃষি বিপণন দপ্তর এখনও পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১০৯টি অস্থায়ী কাউন্টার চালু করেছে। এই নয়া স্টলের জন্য স্থানীয় চাষিদের বাড়ি থেকে সরাসরি কৃষিজ দ্রব্য কিনছে সরকার। পরিবহণ ব্যয়, শ্রমিকের খরচ ছাড়াই উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারছেন চাষিরা। পাশাপাশি ফড়েরাজ খতম করে কৃষকরা তাঁদের উৎপাদিত আনাজের সর্বোচ্চ মূল্য পাচ্ছেন। সার্বিকভাবে চাষির সঙ্গে সরকারের সরাসরি যোগসূত্রে শহর থেকে গ্রাম—ক্রেতারা সুফল বাংলা স্টলে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন। 
নবান্ন সূত্রের দাবি, মাস তিনেক আগে বাজারে আলুর দাম কেজিতে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত উঠেছিল। সেই সময় নদীয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদহের চাষিদের বাড়ি থেকে আলু তুলে সুফল বাংলা স্টলে ৪০ টাকায় বিক্রি করেছে রাজ্য। সরকার গাড়ি ও শ্রমিক পাঠিয়ে চাষিদের বাড়ি থেকে ৩২ টাকা কিলো দরে আলু সংগ্রহ করেছে। এক্ষেত্রে কৃষকরা বিনাখরচে ও ঝক্কিহীনভাবে উৎপাদিত পণ্য বিক্রি করতে পেরেছেন। তার সুফল পেয়েছেন সাধারণ নাগরিকরা। এই ব্যবস্থা ক্রমে ছড়িয়ে পড়ছে জেলাগুলিতেও। এতে গোটা রাজ্যে শাক-সব্জির চাহিদা ও জোগানের মধ্যে কালোবাজারিমুক্ত এক নয়া ভারসাম্য তৈরির পথ প্রশস্ত করছে বলে সরকারি কর্তাদের দাবি। এই প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণন অধিকর্তা গৌতম মুখোপাধ্যায় রবিবার বলেন, ‘সরকার স্বচ্ছতার সঙ্গে উৎপাদক ও ক্রেতার মধ্যে সেতুবন্ধনের কাজ করছে। ফসলের বিজ্ঞানভিত্তিক সংগ্রহ ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মূল লক্ষ্য, চাষির সর্বোচ্চ উৎপাদন মূল্য নিশ্চিত করা। পাশাপাশি খুচরো বাজারের তুলনায় কম দামে জনতার থলিতে সব্জি তুলে দেওয়া।’ সূত্রের দাবি, ফসল সংগ্রহে রাজ্যের কোনায় কোনায় আরও বেশি করে পৌঁছবে এই ‘চাষির দুয়ারে’ প্রকল্প। কৃষি বিপণন দপ্তর এজন্য ইতিমধ্যেই নতুন ৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই নেটওয়ার্ক আরও ছড়িয়ে দিতে একাধিক পদক্ষেপ শুরু করেছে রাজ্য।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা