দেশ

চলতি মাসেই শুরু পাঁচ বছরে ১ কোটি ইন্টার্নশিপের প্রকল্প, প্রার্থী বাছাইয়ের ক্ষমতা নেই কোম্পানির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবারের বাজেটে আগামী পাঁচ বছরে ভারতের ৫০০টি কোম্পানিতে এক কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দানের কথা জানিয়েছিল কেন্দ্র। চলতি মাসের শেষ থেকেই এই প্রকল্প শুরু হতে চলেছে। তবে সরাসরি প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দেওয়া হবে না কোম্পানিগুলিকে। 
মোদি জমানায় ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বেকারত্ব। সরকারি রিপোর্টেই এই তথ্য সামনে এসেছিল। বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীরা সরব হলেও লোকসভা ভোটের  আগে পর্যন্ত মোদি সরকার ও বিজেপি ওই অভিযোগকে আমলই দেয়নি। কিন্তু লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর নড়েচড়ে বসে তৃতীয় এনডিএ সরকার। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প। পাঁচ বছরে ১ কোটি কর্মপ্রার্থীকে প্রশিক্ষণ প্রকল্পের কথা জানিয়েছিলেন তিনি। চাকরি নয়, প্রশিক্ষণ। কর্মপ্রার্থীদের স্কিল উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থায় তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে সরকার। দেওয়া হবে স্টইাপেন্ড। বস্তুত কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকেই হুবহু নকল করে প্রকল্প তৈরি হয়েছে বলে কটাক্ষ করে কংগ্রেস। এবার সেই ইন্টার্নশিপ প্রকল্প চালু করার জোরদার প্রস্তুতি শুরু করেছে মোদি সরকার। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক ৫০০ বেসরকারি সংস্থার তালিকা তৈরি করছে। কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি প্রকল্পে যাদের ব্যয় বেশি হয়, তাদের এই প্রকল্পে বেশি করে তালিকাভুক্ত করা হবে। এই সংস্থাগুলিতে কর্মপ্রার্থীরা প্রশিক্ষণ নিতে পারবে। তবে সেটা চাকরি নয়। চাকরির পর যদি সংশ্লিষ্ট সংস্থা অথবা অন্য কোনও কোম্পানি এই প্রশিক্ষণপ্রাপ্তদের যোগ্য মনে করে, তাহলে চাকরিতে নিতে পারে। তবে সরকারের পক্ষ থেকে সেখানে কোনও ভূমিকা থাকবে না। অর্থাৎ সরকার কাউকে ইন্টার্নশিপের জন্য পাঠাচ্ছে বলেই তাকে ইন্টার্ন হিসেবে নিতেই হবে এমনও নয়। আবার ইন্টার্নশিপের পর চাকরিতে নিয়োগ করতে হবে, তারও কোনও বাধ্যবরাধকতা নেই। জানা যাচ্ছে, এই লক্ষ্যে একটি সরকারি পোর্টাল চালু করা হবে। সেখানে আবেদন নেওয়া হবে। সরাসরি কোম্পানিতে কেউ আবেদন করতে পারবে না। আবেদন করতে হবে সরকারের কাছে। সরকার সেখানে যাচাই করে প্রার্থীদের নাম পাঠাবে বিভিন্ন সংস্থায়। সেই তালিকা থেকে বেছে নিতে পারবে সংস্থাগুলি। এমনকী যদি কাউকে পছন্দ না হয় তথা 
যোগ্য মনে না করা হয়, তাহলেও সরকার চাপ দিতে পারবে না। নিয়ম করা হবে প্রতিটি ইন্টার্নশিপের পদের জন্য দুটি করে নাম পাঠানো হবে। ৫ হাজার টাকা করে সরকার দেবে স্টাইপেন্ড। শুরুতে এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে। চলতি মাসের শেষ সপ্তাহে এই প্রক্রিয়া 
শুরু করতে চাইছে কেন্দ্র। কর্পোরেট সংস্থাগুলিও কিছু অংশ দেবে। যা কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)-এর অঙ্গ হিসেবেই বিবেচিত হবে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা