দেশ

চন্দ্রবাবু ‘মিথ্যুক’, লাড্ডু বিতর্কে প্রধানমন্ত্রীকে চিঠি জগন্মোহনের

অমরাবতী (পিটিআই): তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক নিয়ে টানাপোড়েন অব্যাহত। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তাঁর অভিযোগ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ‘মিথ্যাবাদী’। তিরুপতি মন্দিরের মর্যাদা ও পবিত্রতাকে নষ্ট করতে চাইছেন। পাশাপাশি, লাড্ডু নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তাও ভিত্তিহীন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন জগন। চিঠিতে তিনি লিখেছেন, ‘চন্দ্রবাবু সবসময় মিথ্যা বলেন। এখন তিনি এতটাই নীচে নেমেছেন যে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কোটি কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। নির্লজ্জভাবে মিথ্যা কথা বলার জন্য চন্দ্রবাবুর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। সত্যিটা প্রকাশ্যে আনা উচিত। চিঠিতে জগন্মোহন আরও জানিয়েছেন, কোটি কোটি হিন্দু ভক্তের মনে সন্দেহ তৈরি করেছেন নাইডু। এর মধ্যেই লাড্ডু বিতর্কে বিশেষ তদন্তকারী দল গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 
এরমধ্যে এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সুরজিত সিং যাদব নামে ওই মামলাকারীর আর্জি, তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ব্যবহৃত হয়েছেন কি না, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। তারাই বিষয়টি নিয়ে তদন্ত করুক। এদিকে, লাড্ডু বিতর্কের রেশ টেনে অন্ধ্রের সমস্ত মন্দিরে শুদ্ধিকরণ অভিযানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চন্দ্রবাবু জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত মন্দিরে এই প্রক্রিয়া শুরু হবে। এদিন দলের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ধর্মীয় ভাবাবেগকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। লাড্ডু বিতর্ক নিয়ে জীরস্বামী, কাঞ্চিস্বামী সহ অন্যান্য ধর্মগুরুদের সঙ্গেও কথাবার্তা চলছে। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাব।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা