দেশ

পরিবারিক ‘গড়’ গান্ধেরবাল উদ্ধারে মরিয়া ওমর আবদুল্লা

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটে সম্মান রক্ষার লড়াই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। এবার    গান্ধেরবাল আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। একসময় এই কেন্দ্রকে আবদুল্লাদের গড় বলা হতো। সময়ের সঙ্গে সঙ্গে তা ফিকে হয়েছে। হৃত সেই গৌরব ফেরাতেই কোমর বেঁধে নেমেছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র সহ সভাপতি। কাশ্মীরের ঐতিহ্যবাহী টুপি মাথা থেকে খুলে হাতের তালুতে রেখে ভোট ভিক্ষে করছেন। এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। রাজনৈতিক মহলের মতে, ওমরের লড়াই সহজ নয়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বারামুলা কেন্দ্র থেকে তিনি হেরেছেন। গান্ধেরবালের পাশাপাশি বদগাঁও কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর। 
তিন দশকের গড় গান্ধেরবাল কেন্দ্রে প্রথমবার ২০০২ সালে ভোটে দাঁড়ান ওমর। কিন্তু, পিডিপির কাজি মহম্মদ আফজলের কাছে হেরে যান। কিন্তু, ২০০৮ সালে জয় ছিনিয়ে আনেন তিনি। জম্মু ও কাশ্মীরের কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভারও গ্রহণ করেন। কিন্তু, ২০১৪ সালে আর গান্ধেরবাল থেকে দাঁড়াননি ওমর। আসনটি ছেড়ে দেন এনসিতে নবাগত ইসফাক জব্বরকে। তিনিও জয়ী হন। কিন্তু, পরে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। ১০ বছর বাদে ফের নির্বাচন হচ্ছে কাশ্মীরে। এবার নিজেই প্রার্থী হয়েছেন ওমর। তবে তাঁর লড়াই কঠিন করে দিয়েছেন পিডিপি প্রার্থী বশির মীর। এর আগে দু’বার পার্শ্ববর্তী কঙ্গন আসন থেকে ভোট দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু, জয় পাননি। এবার ওই কেন্দ্রটি সংরক্ষিত হয়ে যাওয়ায় মীরকে গান্ধেরবালে দাঁড় করিয়েছে মেহেবুবা মুফতির দল। স্থানীয় সূত্রে খবর, জেলায় হিরোর মর্যাদা পান মীর। কারণ, সিন্ধু নদীতে একাধিক উদ্ধারকাজে পুলিসকে বরাবর সাহায্য করেন তিনি। বহু মানুষের প্রাণও বাঁচিয়েছেন। ফলে তাঁর এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এই আসনে জয় চাইছে পিডিপি। উপত্যকার ভোট যুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলেছে জেলবন্দি সরজান ওয়াগে ও শেখ আশিকের প্রার্থী হওয়া। আশিককে টিকিট দিয়েছে বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের দল। যদিও দুই প্রার্থীকেই বিজেপির এজেন্ট বলে দেগে দিয়েছেন ওমর।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা