দেশ

হুডার সঙ্গে ঠান্ডা লড়াই, হরিয়ানায় প্রচারে না গিয়ে সিমলায় রাহুল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটদানের দিন যত এগিয়ে আসছে হরিয়ানায় কংগ্রেসে কোন্দল ততই বাড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বনাম প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে চলছে ঠান্ডা লড়াই। তাই প্রচারে আগ্রহ হারিয়ে মা সোনিয়া এবং বোন প্রিয়াঙ্কার সঙ্গে রাহুল ‘ছুটি’র মেজাজে সময় কাটাচ্ছেন সিমলায়। হিমাচল প্রদেশের ছারাব্রা নামে নির্জন পাহাড়ি এলাকায় চার বিঘা জমির ওপর প্রিয়াঙ্কার ফাইভ রুম বাংলোয় রয়েছেন গান্ধী পরিবার। আর এদিকে হরিয়ানা চষে বেড়াচ্ছেন হুডা। দলীয় সূত্রে খবর, তিক্ততা এমন জায়গায় পৌঁছেছে যে, হুডা চান না হরিয়ানায় প্রচারে যান রাহুল গান্ধী। একাই কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠ দল করে দেখিয়ে দিতে চান, তাঁর ক্ষমতা। কী নিয়ে কোন্দল? এআইসিসি সূত্রে জানা গিয়েছে, ভূপিন্দর সিং হুডা মুখ্যমন্ত্রী হতে মরিয়া। আর রাহুলের পছন্দ নতুন মুখ। দিল্লির লাগোয়া হরিয়ানায় এবার বিজেপি বিরোধী হাওয়া চলছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। লোকসভার ১০টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে পাঁচটি। তাই তারা বিধানসভা জিতছে ব঩লেই প্রত্যয়ী কংগ্রেস। ভোটে জিতলে রাহুল গান্ধী হুডার পরিবর্তে হয় বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি উদয় ভানকে মুখ্যমন্ত্রী করতে চান। তিনি দলিত। ফলে রাজনৈতিক মহলে একটি বার্তাও দেওয়া হবে। কিন্তু জাঠ ভূপিন্দর অনড়। ভোটে আর এক জাঠ তথা রাজ্যসভার সদস্য রণদীপ সিং সুরজেওয়ালাকে লড়াতে চেয়েছিলেন রাহুল। কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চাপ দিয়ে টিকিট আটকেছেন হুডা। একইভাবে দলিত কুমারী সেলজারও। সেলজা বর্তমানে হরিয়ানারই লোকসভার এমপি। তবুও প্রচার হোক বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ, তাঁকে আমন্ত্রণই জানাননি হুডা। তবে দুই শীর্ষ নেতার ঠান্ডা লড়াইয়ের জেরে যাতে হরিয়ানা হাতছাড়া না হয়, তার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মল্লিকার্জুন খাড়্গে। এর আগে রাজস্থানের জেতা ম্যাচ হারার অভিজ্ঞতা রয়েছে কংগ্রেসের। অশোক গেহলট আর শচীন পাইলটের কোন্দলে রাজস্থান হারতে হয়েছে। তাই হরিয়ানায় হুডা হোক বা সুরজেওয়ালা, বা সেলজা, সব পক্ষের নেতা অনুগামীকে একজোট করে ভোটের কাজে নামাতে পর্যবেক্ষক কমিটি তৈরি করেছেন খাড়্গে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা