খেলা

কোচিতে লিড নিয়েও হারল ইস্ট বেঙ্গল, আইএসএলের শুরুতেই অন্ধকারে কুয়াদ্রাত ব্রিগেড

কেরল ব্লাস্টার্স- ২    :   ইস্ট বেঙ্গল- ১
(নোয়া, পেফরা)                        (বিষ্ণু)
 
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেরেই চলেছে ইস্ট বেঙ্গল। রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লিড নিয়েও মুখ থুবড়ে পড়ল কুয়াদ্রাত ব্রিগেড। ম্যাচের ফল ২-১। লাল-হলুদ জার্সিতে আনোয়ারের অভিষেকেও মান বাঁচল না। বরং দ্বিতীয় গোলের ক্ষেত্রে তাঁর মিস পাসই দায়ী। আর কুয়াদ্রাত? স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজির মাথামুণ্ডু নেই। দলের ফিটনেস তলানিতে। গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসির কাছে হারের পর কেরলেও ধাক্কা খেল মশালবাহিনী। আইএসএলের শুরুতেই অন্ধকারে ইস্ট বেঙ্গল।
আনোয়ারকে পেয়ে যাওয়ায় আপফ্রন্টে তিন বিদেশি নিয়ে দল সাজান কুয়াদ্রাত। লাল-হলুদের ৪-২-৩-১ ফর্মেশনের মোকাবিলায় ৪-৩-৩ স্ট্র্যাটেজির রাস্তায় হাঁটলেন কেরল কোচ। ম্যাচের ৯ মিনিটে লক্ষ্যভেদের খুব কাছে পৌঁছে যায় দ্য ইয়েলো ব্রিগেড। এক্ষেত্রে জিমিনেজের ইনস্টেপ শট পোস্টে প্রতিহত হয়। তাঁকে ক্লোজ মার্ক করতে পারেননি আনোয়ার। এর দশ মিনিট পরেই লিড নেওয়ার সুযোগ নষ্ট করে ইস্ট বেঙ্গল। বাঁ প্রান্ত থেকে মার্ক জো’র মাইনাস শরীর ছুড়ে টোকা দিয়েছিলেন নন্দ। তা বাঁচিয়ে দেন কেরল গোলরক্ষক শচীন। ৩২ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও জাল কাঁপাতে পারেননি ক্রেসপো। অন্যদিকে ৩৮ মিনিটে কেরলের সহজতম সুযোগটি নষ্ট করেন রাহুল কেপি। ছ’গজের বক্সে অরক্ষিত অবস্থায় বাইরে হেড করেন তিনি। লাল-হলুদ ডিফেন্ডাররা জায়গাতেই ছিলেন না। বিরতির আগে মার্ক জো’র মাইনাস থেকে জাল কাঁপাতে ব্যর্থ দিয়ামানতাকোস। গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতার সেই ঝাঁঝ অদৃশ্য। হতাশায় হাত ছুড়ছেন মাঠে। এমনকী, নন্দকুমারের পা থেকেও বল বেরিয়ে যাচ্ছে। মেগা মঞ্চে ফুটবলের ব্যাকরণ নতুন করে শেখানো মুশকিল। 
দ্বিতীয়ার্ধে গতি বাড়াতে মহেশের বদলে বিষ্ণুকে নামান কুয়াদ্রাত। আসলে উইং ব্যাকে দুর্বলতার জন্য উইং হাফদের ট্র্যাক ব্যাক করতে হয়। মহেশের পক্ষে তা ওভারলোড। অন্যদিকে, মাঠে নেমেই বহুকাঙ্খিত লক্ষ্যভেদ কেরালাইট ফুটবলারের। নন্দকুমারের থ্রু ধরে দিয়ামানতাকোস গতি বাড়িয়ে ঢুকে পড়েন বক্সে। তাঁর মাইনাস কৃতজ্ঞচিত্তে গোলে ঠেলেন বিষ্ণু (১-০)। পরের মিনিটেই অরক্ষিত দিয়ামানতাকোসের শট বাইরে যায়। ব্যবধান অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে রাকিপকে মাটি ধরিয়ে জোরালো শট নেন নোয়া। এক্ষেত্রে গিলের পায়ের নীচ দিয়ে বল জালে জড়ায় (১-১)। এরপর কুয়াদ্রাতের একই সঙ্গে তিনটি পরিবর্তনের সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। স্টপার গুরসিমরত গিলকে লেফটব্যাক করার কোনও কারণ নেই। ব্যখ্যা দিতে পারবেন কুয়াদ্রাতই। এরই মধ্যে ৮৭ মিনিটে আনোয়ারের মিস  পাস ধরে গোল পেফরার (২-১)। ক্রেসপো ক্লিয়ার করতে ব্যর্থ। গোলকিপার গিল স্রেফ দাঁড়িয়ে রইলেন। কোনও মুভমেন্ট নেই তাঁর। হারতে হারতে আত্মবিশ্বাস উধাও। হাতে দেবজিতের মতো অভিজ্ঞ গোলরক্ষক থাকতেও কেন প্রতি ম্যাচেই গিল? কার্লেস কুয়াদ্রাতের একগুঁয়েমির ফল ভুগতে হচ্ছে দলকে। আগামী শুক্রবার যুবভারতীতে ক্লেটনদের প্রতিপক্ষ এফসি গোয়া। সেই লড়াই ইস্ট বেঙ্গলের অ্যাসিড টেস্ট। আর অস্তিত্বের ম্যাচ কোচ কুয়াদ্রাতেরও।
ইস্ট বেঙ্গল: গিল, রাকিপ, ইয়ুস্তে, আনোয়ার, মার্ক (গুরসিমরাত), জিকসন (শৌভিক), সাউল, নন্দ (আমন), তালাল, মহেশ (বিষ্ণু) ও দিমিত্রিয়াস (ক্লেটন)।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা