খেলা

দ্রাবিড়-গম্ভীরের কোচিংয়ের তুলনা করলেন অশ্বিন

চেন্নাই: রাহুল দ্রাবিড় ছিলেন কোচ হিসেবে ‘রেজিমেন্টেড’। তুলনায় উত্তরসূরি গৌতম গম্ভীর একেবারেই ‘রিল্যাক্সড’। দুই কোচের তুলনা এভাবেই করলেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের নায়ক নিজস্ব ইউটিউব চ্যানেলে টিম ইন্ডিয়ার প্রধান কোচ সম্পর্কে বলেছেন, ‘কোচ গম্ভীর চাপ নিতে নারাজ। আমি তো ওকে ‘রিল্যাক্সড র‌্যাঞ্চো’ নামে ডাকতে চাই। কোনও  টেনশন আছে বলে মনেই হয় না। সকালে টিম হাডলের সময়ও একেবারে ফুরফুরে মেজাজে দেখায়। দয়া করে তোমরা এবার অনুশীলনে নামো, এভাবেই যেন ডাকতে থাকে।’ 
আর টি-২০ বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড় কেমন ছিলেন? অ্যাশ বলেছেন, ‘রাহুল ভাই কিন্তু সবকিছুই নিয়মমাফিক পছন্দ করেন। একটা জলের বোতলও যেন ঠিক জায়গায় থাকে। উনি প্রচণ্ড রেজিমেন্টেড। শৃঙ্খলা মেনে সবটাই হতে হবে।’ এবার দু’জনের তুলনা করে অশ্বিনের মন্তব্য, ‘গম্ভীর এসব কিছুই প্রত্যাশা করে না। অত নিয়মশৃঙ্খলার ধার ধারে না ও। সেজন্যই আরও জনপ্রিয় হবে ক্রিকেটারদের মধ্যে, জয় করবে হৃদয়। আমার বিশ্বাস ক্রিকেটাররা ভালোবাসবে গম্ভীরকে।’ 
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তারপর দায়িত্ব নেন গম্ভীর। তার আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ট্রফি জেতেন তিনি। তাঁর কোচিংয়ে চিপকেই প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল ভারত। সেই টেস্টে ব্যাটে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ছয় উইকেট নেন অশ্বিন। পাশাপাশি পাঁচদিনের ফরম্যাটে প্রত্যাবর্তনেই দুরন্ত সেঞ্চুরি হাঁকান ঋষভ পন্থ। ভয়াবহ দুর্ঘটনার পর তাঁর এই কামব্যাকে উচ্ছ্বসিত অশ্বিন বলেছেন, ‘পন্থ দুর্দান্ত ব্যাট করল। যখন খেলছিল তখন রোহিতের কাছে অন্তত বার দশেক ওর প্রশংসা করেছি। বলেছি, ও কীভাবে যে আউট হয় বুঝতেই পারি না। মাঝে মাঝে কেন রান পায় না তার ব্যাখ্যাও মেলে না। ও ক্রিকেটের জন্যই জন্মেছে। যখন মারে তখন বল অনেক দূরে যায়। আর একহাতেও ছয় হাঁকানোর ক্ষমতা ধরে। অসাধারণ প্রতিভার অধিকারী পন্থ যখন মেজাজে থাকে তখন কোনও বোলারই নিস্তার পায় না।’
১০১ টেস্টে এখনও পর্যন্ত ৫২২ উইকেট নিয়েছেন অশ্বিন। ১১৬ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১৫৬ উইকেট। আর ৬৫ টি-২০ ম্যাচে অফ স্পিনার নিয়েছেন ৭২ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে মোট ৭৫০ উইকেট।
14h 14m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা