খেলা

অনিশ্চিত দিমিত্রিয়স ও রাকিপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না ইস্ট বেঙ্গলের। আইএসএলের প্রথম দু’টি ম্যাচে হারের পর কোণঠাসা কুয়াদ্রাত ব্রিগেড। আগামী শুক্রবার ঘরের মাঠে সাউল, শৌভিকদের প্রতিপক্ষ এফসি গোয়া। জিতলে কিছুটা অক্সিজেন পাবেন স্প্যানিশ হেডস্যার। কিন্তু মেগা ম্যাচের আগেও দুশ্চিন্তায় লাল-হলুদ ব্রিগেড। চোটের কারণে গোয়ার বিরুদ্ধে অনিশ্চিত দিয়ামানতাকোস আর মহম্মদ রাকিপ। মঙ্গলবার দুই ফুটবলারের এমআরআই হয়। ফিজিওর সঙ্গে রিহ্যাব করছেন তাঁরা। হাতে সময় কম। দিমিত্রিয়স দিমিয়ানতাকোস না পারলে লক্ষ্যভেদের জন্য বর্ষীয়ান ক্লেটনই ছাই ভাঙতে ভাঙা কুলো। তৈরি করে নিতে পারলে ডেভিড ভালো অপশন হতে পারেন। কিন্তু ঘরোয়া লিগের সর্বাধিক গোলদাতাকে  প্রায় মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন কুয়াদ্রাত। অন্যদিকে কার্ড সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন লালচুংনুঙ্গা। উইং-ব্যাকে কাজ চালাতে পারেন তিনি।
গত মরশুমে আইএসএলের সর্বাধিক স্কোরার দিয়ামানতাকোস। কিন্তু চোটের কারণে সুপার সিক্সে সেভাবে তাঁর সার্ভিস পায়নি কেরল। গ্রিসের স্ট্রাইকার লাল-হলুদের গুরুত্বপূর্ণ ক্যাচ। কিন্তু চেনা ফর্মের ধারেকাছে নেই তিনি। গত ম্যাচে কেরলের বিরুদ্ধে বাঁ পায়ে শট নেওয়ার মুহূর্তে চোট পান। এরপরেই তুলে নিতে হয় তাঁকে। অন্যদিকে, সেই ডুরান্ড কাপ থেকেই চোট নিয়ে ভুগছেন রাকিপ।  কেরল ম্যাচের পর তা আরও বেড়েছে। ফুটবলারদের চোট নিয়ে কাঠগড়ায় ইস্ট বেঙ্গলের সাপোর্ট টিম। ফিটনেস ট্রেনার কার্লোস জিমিনেজ স্যাঞ্চেজকে বেছে নিয়েছেন কুয়াদ্রাত নিজে। তাঁকে নিয়ে তীব্র অসন্তোষ। অতীতের ব্রাজিলিয়ান গার্সিয়া কিংবা কার্লোস নোদার পাজের সঙ্গে জিমিনেজের তুলনাই চলে না। প্রায় দু’মাস অনুশীলনেও ফুটবলারদের ফিট করতে ব্যর্থ তিনি। আধুনিক ফুটবলে মেডিক্যাল টিমের গুরুত্ব অপরিসীম। অথচ ইস্ট বেঙ্গলে তাঁদের ভূমিকাও প্রশ্নের মুখে। মরশুমের শুরু থেকেই সাইডলাইনে প্রভাত লাকরা। রাকিপও খোঁড়াচ্ছেন। চনমনে অন্য দলের পাশে কুয়াদ্রাত ব্রিগেডে নেহাৎ বেতো ঘোড়া। ৭০ মিনিটের পর কোমরে হাত তালালদের। মোটিভেশন তলানিতে। কুয়াদ্রাতের দল নির্বাচন আর একঘেয়ে স্ট্র্যাটেজির মাথামুণ্ডু নেই। সবমিলিয়ে, যুবভারতীতে মানোলো ব্রিগেডের সামনাসামনি হওয়ার আগে বুক কাঁপছে লাল-হলুদ সমর্থকদের।
10h 10m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা