খেলা

আত্মবিশ্বাসী হরমনপ্রীত

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের প্রহর গোনা শুরু করে দিয়েছেন হরমনপ্রীত কাউররা। ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়বে। পরের দিন অর্থাৎ ৪ অক্টোবর অভিযান শুরু করবেন ভারতীয় মেয়েরা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসেছিল ভারতীয় মহিলা দলের প্রস্তুতি শিবির। সেখানে ফিটনেস ও ফিল্ডিংয়ের উপর বিশেষ জোর দিয়েছিলেন কোচ অমল মজুমদার। অতীতে এই দু’টি ক্ষেত্রে খামতির কারণে হাতছাড়া হয়েছিল খেতাব। তাই এবার সাবধানী টিম ম্যানেজমেন্ট। আটঘাট বেঁধেই বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাতে চলেছে ভারত। মঙ্গলবার  সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ‘দীর্ঘদিন ধরে একসঙ্গে প্র্যাকটিস করছি। এর ফলে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। আশা করছি এবার আমরা কাপ জিতে ফিরব।’
২০০৯ সালে শুরু মেয়েদের টি-২০ বিশ্বকাপ। এখনও পর্যন্ত মাত্র একবারই ফাইনালে খেলেছে টিম ইন্ডয়া। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা দলের। শুধু তাই নয়, ২০১৭ ওয়ান ডে বিশ্বকাপেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। দু’টি দলেই ছিলেন হরমনপ্রীত। তিনি বলেন, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সব রকমের মোকাবিলার জন্য প্রস্তুত। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেতাবের প্রবল দাবিদার ঠিকই, তবে ওরাও জানে ভারত ছেড়ে কথা বলবে না।’ 
জুলাইয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর আর ম্যাচ খেলেননি শেফালি, রিচারা। তবে সেই হারের কোনও প্রভাব বিশ্বকাপে পড়বে না বলেই মনে করছেন ক্যাপ্টেন হরমনপ্রীত। তাঁর কথায়, ‘এশিয়া কাপে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। তবুও কখনও কখনও ফল আশানুরূপ হয় না। তাছাড়া অতীত আঁকড়ে ধরে লাভও নেই।’গত জুনেই রোহিত শর্মার দল জিতেছে টি-২০ বিশ্বকাপ। সেই সাফল্য অনুপ্রাণিত করেছে মান্ধানাদের।
17h 17m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা