খেলা

চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্গ অক্ষত রাখাই চ্যালেঞ্জ চেরনিশভের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে অভিষেকেই নজর কেড়েছে মহমেডান স্পোর্টিং। প্রথম দু’টি ম্যাচে লড়াকু ফুটবল উপহার দেয় আন্দ্রে চেরনিশভের ছেলেরা। পয়েন্ট টেবিলে অবশ্য তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ কাসিমভরা। ঘরের মাঠে নর্থইস্টের কাছে শেষলগ্নের গোলে হারের মুখ দেখে সাদা-কালো ব্রিগেড। এরপর গোয়ার বিরুদ্ধে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ তারা। স্বাভাবিকভাবেই প্রথম দু’টি ম্যাচে শেষ মুহূর্তে দলের গোল হজম নিয়ে উঠছে নানা প্রশ্ন। রুশ কোচ অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ। বরং ভুল শুধরে চেন্নাইয়ানের বিরুদ্ধে দুর্গ অক্ষত রাখাই প্রধান লক্ষ্য চেরনিশভের।
আগামী বৃহস্পতিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মহমেডান। বুধবার সকালে কলকাতায় অনুশীলন করে বিকালের বিমানে চেন্নাই রওনা দেবে দল। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কোচ চেরনিশভ জানান, ‘আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। অবশ্যই শেষ দু’টি ম্যাচের ফলে আমরা সন্তুষ্ট নই। তবে ফুটবলে এমনটা হতেই পারে। গত রবিবার প্রিমিয়ার লিগে ম্যান সিটির বিরুদ্ধে শেষলগ্নে গোল হজম করে জয় হাতছাড়া করে আর্সেনাল। তাই তারা খারাপ দল বলা যাবে না। অবশ্যই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’
আইএসএলে শুরুতেই চমক দিয়েছে চেন্নাই। ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় তুলে নেয় আওয়েন কোয়েলের দল। তাই অ্যাওয়ে ম্যাচে লড়াইটা যে সহজ হবে না, তা ভালোই জানেন চেরনিশভ। সেই মতো পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবো। অনেক কিছুই নতুন আমাদের সামনে। সবকিছু ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে আমাদের উন্নতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।’
এদিকে, কলকাতা লিগে সুপার সিক্সের লড়াইয়ে সুরুচি সংঘের বিরুদ্ধে লিড নিয়েও ১-২ ব্যবধানে হারল মহমেডান। উল্লেখ্য, আগেই খেতাবি লড়াই থেকে ছিটকে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। তবে নিয়মরক্ষার ম্যাচেও জয় তুলে নিতে ব্যর্থ হাকিমির ছেলেরা।
17h 17m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা