রাজ্য

বন্যায় মৃত ২৮ জনকে ২ লক্ষ করে ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ডিভিসির ছাড়া জলে প্লাবিত পশ্চিমবঙ্গের ১২টি জেলা। এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ২৮ জনের। এঁদের মধ্যে কেউ জলে ডুবে, কেউ মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে, কেউ আবার গাছ থেকে পড়ে মারা গিয়েছেন। মঙ্গলবার বোলপুরে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের বাইরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘বন্যায় ২৮ জন মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।’ সেই সঙ্গে বন্যাপ্রবণ এলাকার মানুষজনের কাছে তাঁর আবেদন, ‘আবারও ভারী বৃষ্টির সতর্কতা আছে। জল বাড়তে শুরু করলে নিরাপদ স্থানে চলে যান। দেরি করবেন না। মনে রাখবেন, সব কিছুর থেকে জীবনের দাম অনেক বেশি।’ কাউকে সাপ কামড়ালে বাড়িতে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 
এদিন বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকের কথা থাকলেও সোমবার রাতেই তা বাতিল করেন মমতা। তার পরিবর্তে বৈঠকে শুধুমাত্র বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজো, কালীপুজো সহ উৎসবের পর্ব শেষ হলেই তিনি জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকগুলি শুরু করবেন। 
15h 15m ago
পুজো ২০২৪
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা