রাজ্য

নিউ ময়নাগুড়ি স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: মালগাড়ির লাইনচ্যুত হওয়া এখন রোজকারের ঘটনা। রোজই দেশের কোনও না কোনও প্রান্তে লাইনচ্যুত হচ্ছে মালগাড়ি। আজ, মঙ্গলবার ভোরেই জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনে একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। যাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ওই মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বড়সড় দুর্ঘটনা না ঘটলেও ট্রেন চলাচলে যথেষ্ট প্রভাব পড়েছে। দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে ছুটে যান ডিআরএম অমরজিৎ গৌতম। কীভাবে ঘটল দুর্ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওই মালগাড়িটি খালি ছিল বলে জানা গিয়েছে। সেটি শালাকাঠি থেকে এনজিপিতে যাচ্ছিল। আপাতত দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ চলছে। এদিনের এই দুর্ঘটনার খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন স্টেশনে। উপস্থিত রয়েছে বিরাট পুলিস বাহিনী। আর এই দুর্ঘটনার জেরে ঘুরপথে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন। যার মধ্যে রয়েছে-১৫০৭৮ গোমতিনগর-কামাখ্যা এক্সপ্রেস, ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরুপ এক্সপ্রেস, ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেস। এই ট্রেনগুলি মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ কোচবিহার- মাথাভাঙা- রানীনগর দিয়ে। সেগুলি হল- ২০৫০১ তেজস রাজধানী এক্সপ্রেস, ১৪০৩৭ পূর্বাতর সর্ম্পক ক্রান্তি এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৫১০ গুয়াহাটি- বেঙ্গালুরু এক্সপ্রেস, ২০৫০৫ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দুটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি- নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন-শিমূলতলা হয়ে। ট্রেনগুলি হল- ১৫৬২৫ দেওঘর- আগরতলা এক্সপ্রেস, ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। সঙ্গে আংশিক বাতিল করাও হয়েছে। ট্রেনটি হল- ১৫৭০৪ বনগাইগাঁও- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। ট্রেনটি কোকরাঝড়- নিউ জলপাইগুড়ির মধ্যে আজ, মঙ্গলবার বাতিল থাকবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
1d ago
পুজো ২০২৪
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা