বিদেশ

হাসিনার দেশত্যাগের পর প্রথম বৈঠক ভারত ও বাংলাদেশের, হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুললেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্র আন্দোলন এবং বিরোধীদের রাজনৈতিক অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে। এই ঘটনার ৫০ দিন পর ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রথম  সরকারি স্তরের বৈঠক হল। মার্কিন মুলুকে মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের অবকাশে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে  বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। ওই বৈঠকে বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ ভারতের বিদেশমন্ত্রী তুলেছেন বলে জানা গিয়েছে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হবে কিনা এই জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু ভারত এখনই এধরনের বৈঠকে যোগ দিতে চায়নি। তাই কোয়াড এবং রাষ্ট্রসঙ্ঘের সভায় যোগদানের পাশাপাশি বেশ কয়েকজন রাষ্ট্রনায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নরেন্দ্র মোদি মার্কিন সফর সমাপ্ত করেছেন। কিন্তু রাষ্ট্রসঙ্ঘে থেকে যাওয়া জয়শংকরের সঙ্গে মঙ্গলবার বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টার। দু‌ই ঩দেশের মধ্যেই প্রবল কৌতুহল এবং আগ্রহের সৃষ্টি হয়েছে যে, আলোচনায় কী কথা হল। সরকারিভাবে এই নিয়ে দু পক্ষই নীরব। শুধু বলা হচ্ছে,  বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। সতর্কতা অবলম্বন করা হয়েছে প্রতিপাদ্য নিয়ে। যদিও জানা যাচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছাপ্রকাশ করেছে। বাণিজ্যিক সম্পর্কও পুনরায় চালু করা নিয়ে আলোচনা হয়। জয়শংকর হিন্দু, বৌদ্ধসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর বাংলাদেশে হয়ে চলা অত্যাচারের প্রসঙ্গ উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত যে এই হিন্দু নির্যাতনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সেটা বুঝিয়ে দেওয়া হয়। অবশ্য সম্পর্ক স্বাভাবিক করতে দু পক্ষই আগ্রহী। আগামীদিনে সরকারিস্তরে কোনও প্রতিনিধি স্তরের সফর হওয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা জানা যায়নি। 
14h 14m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা