বিদেশ

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট দিশানায়েক

কলম্বো: রবিবার বড়সড় পালাবদল ঘটিয়ে প্রতিবেশী দেশের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সোমবার শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েক। এদিন নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য। শুরুতেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ভূয়সী প্রশংসা করেন তিনি। একইসঙ্গে দেশে ‘নবজাগরণের সূচনা’র বার্তাও দেন দিশানায়েক। শপথ নেওয়ার পর বামপন্থী নেতার বার্তা, ‘দেশের গণতন্ত্র রক্ষার আপ্রাণ চেষ্টা করব। রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। সেই হারানো সম্মান ফেরানোর লক্ষ্যে কাজ করে যাব।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘আমি কোনও জাদুকর নই। এদেশের একজন আম নাগরিক। আমারও ভুলভ্রান্তি হয়। এই মুহূর্তে মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার প্রথম কাজ।’ 
এদিন শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বামপন্থী নেতা। তাঁর কথায়, ‘আমাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আপনার সংকল্পকে আমি সম্মান করি। একসঙ্গে গোটা অঞ্চলের মানুষের উন্নতির লক্ষ্যে কাজ করব আমরা।’ এদিকে দিশানায়েকের জয়কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছে সিপিএম। এদিকে, মোদির পাশাপাশি দিশানয়েককে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
1d ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা