দেশ

তিরুপতি কাণ্ডের পর এবার পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের ঘি পরীক্ষার সিদ্ধান্ত

ওড়িশা, ২৫ সেপ্টেম্বর: তিরুপতি মন্দিরের প্রসাদি লাড্ডুতে ব্যবহৃত ঘি-তে পশুর চর্বি মেশানো হয়, এই রিপোর্টকে ঘিরে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। এই আবহে এবার দেশের আরও এক জনপ্রিয় তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদে ঘি-এর ব্যবহার নিয়েও নড়েচড়ে বসল ওড়িশা সরকার। জগন্নাথ মন্দিরের প্রসাদে যে ঘি ব্যবহার করা হয় তার গুণগত মান যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হল। তিরুপতি কাণ্ডের পর থেকেই সতর্ক দেশের অন্য বিখ্যাত মন্দিরগুলি। ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত। ব্যবহৃত মাছের তেলও। এমনই চাঞ্চল্যকর দাবি করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এরপরই ওড়িশার বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহৃত ঘিয়ের গুণগত মানও পরীক্ষা করা হবে। বিষয়টি নিয়ে পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর জানিয়েছেন, মন্দিরের প্রসাদ নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম কোনও অভিযোগ নেই। তবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেবতাদের উৎসর্গ করা এবং ভক্তদের প্রসাদে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের জন্য ঘি সরবরাহ করে ওড়িশা মিল্ক ফেডারেশন। এখনও পর্যন্ত সেই মিল্ক ফেডারেশনের ঘি নিয়ে কোনও অভিযোগ মেলেনি।
উল্লেখ্য, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দাবি করেন, ওয়াইএসআর কংগ্রেসের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহার করা হত পশুর চর্বি। এমনকী ব্যবহার করা হত মাছের তেলও। এই কাণ্ডের জন্য পূর্বতন জগন্মোহন সরকারের দিকেই আঙুল তুলেছেন চন্দ্রবাবু। কিন্তু তিনি সে রাজ্যে ক্ষমতায় আসার পর সেসব পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রীভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু। এই খবর সামনে আসার পরই দেশজুড়ে বিতর্ক দেখা দেয়। প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। যা নিয়ে কার্যত রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চন্দ্রবাবুর দাবি, ল্যাবে পরীক্ষা করেও দেখা গিয়েছে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত হচ্ছে গরুর চর্বি এবং মাছের তেল। এই বিতর্কে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবিস্তারে রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলাও।
15h 15m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা