দেশ

ত্রিপুরায় ৫৮৪ জঙ্গির আত্মসমর্পণ, রাজ্যে সন্ত্রাসমুক্তির দাবি মুখ্যমন্ত্রীর

সুতপা গুহ, আগরতলা : দীর্ঘ দিনের জঙ্গি সমস্যা মোকাবিলায় বড় সাফল্য ত্রিপুরা সরকারের। হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরলেন ৫৮৪ জন এনএলএফটি এবং এটিটিএফ জঙ্গি। মঙ্গলবার রাজ্যের সিপাহিজলা জেলার জম্পুইজলাতে অবস্থিত টিএসআরের ৭ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে আত্মসমর্পণ করেন তাঁরা। জমা দেন সঙ্গে থাকা অস্ত্রও। উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার পরে এই আত্মসমর্পণ। আত্মসমর্পণকারী জঙ্গিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘হিংসা কখনও কোনও সমস্যার সমাধানের পথ হতে পারে না। সম্প্রতি কেন্দ্র, রাজ্য সরকারের সঙ্গে এনএলএফটি ও এটিটিএফের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ত্রিপুরা এখন থেকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত রাজ্যে পরিণত হল।’ মুখ্যমন্ত্রী আরও জানান, সাম্প্রতি উত্তর-পূর্বের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে ১২টি শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছে। যার মধ্যে ৩টিই ত্রিপুরার। জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানাতে ভোলেননি  তিনি। এদিকে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন। আত্মসমর্পণের পর এনএলএফটির নেতা বিশ্বমোহন দেববর্মা বলেন, এদিন তাঁদের সংগঠনের ৩৮০ জন আত্মসমর্পণ করেছেন। রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য কেন্দ্র ও ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব পি কে চক্রবর্তি সহ পুলিস প্রশাসনের পদস্থ কর্তারাও।
মুখ্যমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করছেন এনএলএফটি-র বিশ্বমোহন গোষ্ঠীর প্রধান বিশ্বমোহন দেববর্মা। - নিজস্ব চিত্র
15h 15m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা