দেশ

জমি দুর্নীতি মামলা: রাজ্যপালের নির্দেশে বহাল, কোর্টে ধাক্কা সিদ্ধারামাইয়ার

বেঙ্গালুরু: হাইকোর্টে ধাক্কা খেলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মুডা জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিদ্ধারামাইয়া। কিন্তু মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ১৯ আগস্ট থেকে বিচারপতি এম নাগাপ্রসন্নের সিঙ্গল বেঞ্চে এই নিয়ে ছয়বার শুনানি হয়। ১২ সেপ্টেম্বর বিচারপতি তাঁর রায় স্থগিত রেখেছিলেন। এদিন তাঁর রায়ে বিচারপতি বলেন, ‘আবেদনে যে সব বিষয়ের উল্লেখ রয়েছে, সেগুলি নিয়ে অবশ্যই তদন্তের প্রয়োজন রয়েছে। এই পুরো বিষয়টিতে যারা জড়িত, তারা আবেদনকারীর পরিবারের সদস্য। তাই এই আবেদন খারিজ করা হল।’ এই মামলা নিয়ে কোনও অন্তর্বর্তী আদেশ দেওয়া হলে, তাও খারিজ করা হল বলে জানান বিচারপতি। 
হাইকোর্টের রায়ের পরই সিদ্ধারামাইয়ার পদত্যাগ দাবি করেছে বিজেপি। দলের বর্ষীয়ান নেতা রাজীব চন্দ্রশেখর এদিন বলেন, ‘হাইকোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল রাজ্যপালের পদক্ষেপ ঠিক ছিল। দুর্নীতির যে অভিযোগ উঠেছ, তার স্বচ্ছ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।’ যদিও এদিন সিদ্ধারামাইয়া বলেন, ‘আমি আইনে ও সংবিধানে বিশ্বাস রাখি। শেষ পর্যন্ত সত্যরই জয় হবে।’ বিজেপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করছে বলেও অভিযোগ তাঁর। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কোনও প্রশ্নই নেই। তিনি কোনও ভুল করেননি। তাঁর অভিযোগ, সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। তিনি এই দুর্নীতির সঙ্গে কোনওভাবেই জড়িত নন বলেও দাবি শিবকুমারের। কংগ্রেসের তরফেও মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে সিদ্ধারামাইয়া। মঙ্গলবার বেঙ্গালুরুতে। -পিটিআই
15h 15m ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা