রাজ্য

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম। আজ, বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসভবনে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে খবর, গত ৬ মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে দিল্লির এবং কলকাতার নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। জানা গিয়েছে, লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরেই আক্রান্ত ছিলেন তিনি। সাংসদের প্রয়াণে বসিরহাটে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ল। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন যিনি।
তৃণমূলের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক হাজি নুরুল। ২০০৯ সাল থেকে তৃণমূলে রয়েছেন তিনি। সেই বছরই বসিরহাট থেকে জয়ী হয়ে সাংসদ হন। পরে ২০১৪ সালে অবশ্য জঙ্গিপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে হেরে যান। ২০১৬ সালে তাঁকে হাড়োয়া বিধানসভায় ফের প্রার্থী করেন মমতা। অবলীলায় জয়ী হন তিনি। ২০২১ সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম। ২০২৪ সালে সন্দেশখালির প্রেক্ষাপটেও তাঁর উপরেই ভরসা রাখেন তৃণমূল সুপ্রিমো। পরীক্ষিত সৈনিক ফের একবার নিজেকে প্রমাণ করেন। জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। হারান বিজেপির রেখা পাত্রকে। তবে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাঁকে অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। চিকিৎসাও চলছিল তাঁর। এরপর আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম।
14h 14m ago
পুজো ২০২৪
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা