কলকাতা

চামরাইলের জমা জল বের করতে বুস্টিং পাম্প বসানোর সিদ্ধান্ত জেলা পরিষদের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সামান্য বৃষ্টি হলেই বালি-জগাছা ব্লকের চামরাইল পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি কমে গেলেও সেই জল নামে না। এর প্রতিবাদে গত মাসে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকশো গ্রামবাসী। তারই প্রেক্ষিতে জল জমার সমস্যা দূর করতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন বুস্টিং পাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।জানা গিয়েছে, গত কয়েক বছরে আই ব্লকে প্রচুর বসতবাড়ি ও ছোট ছোট কারখানা গজিয়ে উঠেছে। ফলে অনেক জায়গায় নিকাশি জল বেরনোর পথ বন্ধ হয়ে গিয়েছে। যে কারণে বৃষ্টি হলেই জল জমছে এলাকায়। ওই দল বেরনোর পথ না থাকায় ভোগান্তি বেড়েছে বাসিন্দাদের। শুধুমাত্র বালি-জগাছা ব্লকের এই অংশই নয়, হাওড়া ড্রেনেজ ক্যানালের মাধ্যমে ডোমজুড়, সাঁকরাইল এবং হাওড়া ও বালি পুরসভার একাংশের জলও বের করা হয়। মূলত ড্রেনেজ ক্যানালের ছ’টি শাখা দিয়ে সরাসরি পাম্পের মাধ্যমে বৃষ্টির জমা জল গঙ্গায় ফেলা হয়। কিন্তু চামরাইল পঞ্চায়েতের একাধিক এলাকা নিচু হওয়ার ফলে এই অংশের জল সরাসরি ক্যানাল দিয়ে বের হতে পারছে না। জেলা প্রশাসন সূত্রে খবর, নাজিরগঞ্জে উচ্চ ক্ষমতাসম্পন্ন বুস্টিং পাম্প বসানোর পরিকল্পনা চলছে। এ বিষয়ে সেচদপ্তর ও কেএমডিএ’র সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছে জেলা পরিষদ। বুস্টিং পাম্প চালু থাকলে ভারী বৃষ্টি হলেও চামরাইল পঞ্চায়েতের গ্রামগুলি জমা জলের সমস্যা থেকে রেহাই পাবে। বালির জগাছা ব্লকের বিডিও সঞ্জয়কুমার গুছাইত বলেন, ‘আপাতত দু’টি ড্রেন খনন করে জমা জলের সমস্যা দূর করার পরিকল্পনা করা হয়েছে। এলাকা চিহ্নিত করে জেলা পরিষদের কাছে বিস্তারিত তথ্য 
পাঠানো হবে’।
11d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা