কলকাতা

প্রশাসনিক কাজে জোর দিতে আজ নবান্নে মমতার পর্যালোচনা বৈঠক, ডাকা হয়েছে কলকাতার সিপিকেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সরকারি  মহল। আর জি কর নিয়ে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে শুনানি আছে। তার কয়েক ঘণ্টার বাদেই বেলা ১টায় নবান্ন সভাঘরে হবে প্রশাসনিক বৈঠক। রাজ্যের সব দপ্তরের মন্ত্রী, মুখ্যসচিব থেকে শুরু করে বিশেষ সচিব পর্যন্ত সবাইকেই ডাকা হয়েছে এই বৈঠকে। ঩রাজ্য পুলিসের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা) ও কলকাতার পুলিস কমিশনারকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই বৈঠকে কলকাতার পুলিস কমিশনারকে ডেকে পাঠানোকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকের যে নির্দেশিকা বৃহস্পতিবার জারি করা হয়েছে, তাতে অন্যান্য পুলিস কমিশনারেটের কমিশনার, জেলা পুলিসের সুপারদের ডাকা হয়নি। এমনকী, তাঁদের ভার্চুয়ালি যোগ দেওয়ার কথাও বলা হয়নি নির্দেশিকায়। এর আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে দেখা গিয়েছে, জেলা পুলিস, বিভিন্ন পুলিস কমিশনারেটের কমিশনার, জেলাশাসকরা বৈঠকে ভার্চুয়ালি হাজির হতেন। তবে তিন প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদি ও বি পি গোপালিকাকে বৈঠকে থাকতে বলা হয়েছে। 
শনিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বিবৃতি দিয়ে বলেন, রাজ্য সরকার পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের দ্রুত রূপায়ণ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান, পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন পরিষেবার উপর বিশেষ জোর দিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। ওই বিবৃতিতে সরকারি দপ্তর, অফিস এবং সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে কর্মীদের কর্মসংস্কৃতির উপর জোর দেওয়া হয়। অফিস টাইমে দায়িত্ব পালনের দিকটিও কর্মীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক বৈঠকে কাজকর্ম সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটাই মনে করছে সরকারি মহল।
11d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা