কলকাতা

প্রাক্তন অধ্যক্ষ-ঘনিষ্ঠ ২ ব্যক্তির হাওড়ার বাড়িতে তল্লাশি ইডির

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আর্থিক তছরুপ মামলায় সিবিআই ইতিমধ্যেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে, তাঁরা হাওড়ায় সাঁকরাইলের বাসিন্দা। তাঁরা আর জি করে বিভিন্নরকম চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতেন। শুক্রবার অপর কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা ফের বিপ্লবের বাড়িতে হানা দেন। পাশাপাশি বিপ্লবের হিসেবরক্ষক বলে পরিচিত কৌশিক কোলে নামের আর এক যুবকের বাড়িতেও দিনভর তল্লাশি চালায় ইডি। ঘণ্টাদশেক জেরার পর দুই বাড়ি থেকেই বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। 
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁকরাইলের হাটগাছায় মা তারা ট্রেডার্স কোম্পানির মালিক বিপ্লবের বাড়িতে যান ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থার অপর একটি দল যায় সাঁকরাইলের বাসুদেবপুর দাসপাড়ায় কৌশিকের বাড়িতে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত কৌশিককে দফায় দফায় জেরা করে ইডি। এরপর মুখবন্ধ খামে বেশকিছু নথিপত্র নিয়ে বেরিয়ে যান আধিকারিকরা। 
বাসিন্দারা জানান, কৌশিক প্রথমে প্যান কার্ড তৈরিতে সহায়তা এবং আয় কর ও বিক্রয় কর পরামর্শদাতার কাজ করতেন। এরপর দেখাশোনা করতেন বিপ্লবের ব্যবসার হিসেবনিকেশ। মূলত বিপ্লব ও সুমনের সঙ্গে বন্ধুত্বের পর তাঁর আচরণ আমূল পাল্টে যায়। বিশেষ করে কৌশিকের আচমকা আর্থিক শ্রীবৃদ্ধি ছিল বিস্ময়কর। পাড়ার পুজো হোক কিংবা যেকোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, চাঁদা হিসেবে কয়েক হাজার টাকা দিতেও দ্বিধাবোধ করতেন না তিনি। তবে নিজের কাজের কথা কখনওই প্রতিবেশীদের খুলে বলতেন না কৌশিক। এদিন সকালে ইডির আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দিতেই রীতিমতো অবাক বনে যান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা সমীর পাল ও মুনমুন দাস বলেন, ‘কৌশিকের বাবা ইনকাম ট্যাক্সের খাতা দেখতেন বলে জানতাম। বাবার মৃত্যুর পর কৌশিক সেই নিজেই করতেন। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিতি ছিল তাঁর।’ পাশাপাশি বিপ্লবের বাড়িতেও দীর্ঘক্ষণ জেরা চলে ইডির। কালীপুজোর সময় গোটা গ্রামের মানুষকে নেমন্তন্ন করে খাওয়ান। গত পাঁচবছরে স্থানীয় এলাকায় বেশকিছু সম্পত্তিও কেনেন তিনি। কিন্তু কীভাবে এত কম সময়ে তাঁর এমন প্রতিপত্তি হল? খতিয়ে দেখতে ২৫ আগস্ট বিপ্লবের বাড়িতে হানা দেয় সিবিআই। একইসঙ্গে সিবিআই হানা চলে সুমনের বাড়িতেও। কয়েক দফা জেরার পর ২ সেপ্টেম্বর রাতে তাঁদের দু’জনকেই গ্রেপ্তার করা হয়।
13d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা