কলকাতা

বারাসতে রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার মহিলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-এর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। ১৪ আগস্টের ধাঁচে রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন সাধারণ নাগরিকরা। এই কর্মসূচির পুরোভাগে ছিলেন মহিলারা। শ্যামবাজার, গড়িয়া থেকে শুরু করে কলকাতার বহু এলাকা এবং শহরতলিতেও রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন মেয়েরা। এবার সেই রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে পথে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা। তাঁর সঙ্গে থাকা ছেলেকেও মারধরের অভিযোগ উঠেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাত দখল কর্মসূচি সেরে রাত সাড়ে ১২টা নাগাদ মা ও ছেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় এক মদ্যপ যুবক ওই মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করে। ছেলে প্রতিবাদ করায় মহিলাকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ছেলেকেও মারধর করা হয়েছে বলে দাবি।এই ঘটনায় উত্তেজনা ছড়ালে ওই রাতেই বারাসত থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে এই নক্কারজনক ঘটনায় রীতমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে গড়িয়াতেও। সেখানেও রাত দখল কর্মসূচির মিছিলে এক মদ্যপ ব্যক্তি ঢুকে পড়ে মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিস।
 
15d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা