কলকাতা

‘স্প্রিং পোস্ট’ বসিয়ে সার্ভিস লেন আলাদা করার কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বি টি রোডের সার্ভিস লেন দিয়ে অটো চলাচল নিশ্চিত করতে একাধিকবার নির্দেশ দিয়েছে বারাকপুর কমিশনারেট। কিন্তু সেই নিয়ম মানছে না সিংহভাগ অটো। কোথাও আবার পথচারী বা বাইকচালক আচমকা সার্ভিস লেন থেকে মূল রাস্তায় উঠে পড়ছেন। ফলে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিস এবার বি টি রোডের দু’দিকে ‘স্প্রিং পোস্ট’ বসিয়ে সার্ভিস লেনকে পৃথক করার কাজ শুরু করল। তাদের দাবি, এই পোস্ট বসানোর কাজ শেষ হলে দুর্ঘটনা যেমন কম হবে, পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণও অনেক সহজ হবে।
ডানলপ থেকে বি টি রোডের দু’দিকে সার্ভিস লেন থাকলেও বিভিন্ন জায়গায় তা বেদখল হয়ে রয়েছে। কামারহাটি ও পানিহাটি এলাকায় এই দখলদারি কার্যত মাত্রাছাড়া। কয়েক মাস আগে পুলিস নির্দেশ জারি করে, ডানলপ- বারাকপুর রুটের অটো এই সার্ভিস লেন দিয়ে চলবে। তাই সার্ভিস রোডে ভালোভাবে অটো চলাচলের জন্য কাটিংগুলি ঘিরে দেওয়ার পাশপিাশি দখলদার উচ্ছেদ সহ বেশ কিছু কাজ হয়েছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সেই নির্দেশ কার্যত শিকেয় উঠেছে। তাছাড়া, পানিহাটি এলাকায় সার্ভিস লেনে জল জমে থাকা, কামারহাটি এলাকায় ব্যবসায়ীদের দোকানপাট ও গাড়ির গ্যারেজ ইত্যাদি কারণ দেখিয়ে অটোচালকরা আগের মতো মূল রাস্তা দিয়েই যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে বি টি রোড সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করেছে পূর্তদপ্তর। ডানলপ থেকে পানিহাটি পর্যন্ত বড় অংশের কাজ হয়ে গিয়েছে। কমিশনারেটের উদ্যোগে বি টি রোড ও সার্ভিস লেনের কাটিং রয়েছে এমন জায়গায় ‘স্প্রিং পোস্ট’ বসানো হচ্ছে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, ‘এই কাজ সম্পূর্ণ হলে সার্ভিস লেন পুরোপুরি দখলমুক্ত করা হবে। তারপর সার্ভিস লেন দিয়ে অটো চলাচল নিশ্চিত না হলে বা কেউ নিয়ম অমান্য করলে কঠোর পদক্ষেপ করা হবে। দুর্ঘটনাও কমবে অনেকটাই।’
16d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা