কলকাতা

ফের নিম্নচাপ মাসের প্রথমার্ধে? সপ্তাহ শেষে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি রবিবার দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের স্থলভূমিতে ঢুকে পড়েছে। এই নিম্নচাপটির কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৫-১১ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে সেটা আবহাওয়া দপ্তর এখনও জানায়নি। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান জানিয়েছেন, ৫ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়া ও সেটি কোন দিকে আসবে তার উপর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বড় এলাকা জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের উপর নেই। গভীর নিম্নচাপটির প্রভাবে এখন প্রচুর বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ অংশে। 
আগস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। সেপ্টেম্বরে দেশে সর্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। চারমাসের বর্ষাকালের শেষ মাসটি হল সেপ্টেম্বর। আবহাওয়াবিদরা মনে করেন, বর্ষার শেষলগ্নে লা নিনা পরিস্থিতির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধিতে সেটি ইতিবাচক ভূমিকা রাখে।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা