কলকাতা

হাসপাতালের বর্জ্য কোথায়, কত টাকায় বিক্রি হয়েছে, অনুসন্ধান সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের মর্গে থাকা কতগুলি দেহের শনাক্তকরণ হয়নি, তার তালিকা চাইল সিবিআই। এই লাশগুলিকে দাহ করার আগে নিয়মমাফিক তাঁদের ডিএনএ নমুনা ও পোশাক, জুতো, জামাকাপড় সংরক্ষণ হয়েছে কি না, তার তথ্য চাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্তে নেমে এজেন্সি জানতে চাইছে, কত দেহ পাচার হয়ে গিয়েছে। একইসঙ্গে নিয়ম না মেনে হাসপাতাল থেকে কত বায়োমেডিকেল ওয়েস্ট বা হাসপাতালের বর্জ্য বেরিয়ে গিয়েছে, তার তথ্য পেতে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথরাইজডের এক আধিকারিককে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে রবিবার কথা বলেন তদন্তকারীরা। এদিন সিবিআই জিজ্ঞাসাবাদ করে হাসপাতালের প্রাক্তন সুপারকেও।
আর্থিক অনিয়মের তদন্তে নেমে সিবিআই জেনেছে, কোনও রকম টেন্ডার ছাড়াই হাসপাতালের বর্জ্য বিক্রি হয়েছে। তাদের দাবি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে গোটা ঘটনাটি ঘটেছে। এরফলে সরকারের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। দীর্ঘ চার বছর ধরে এই ঘটনা ঘটলেও কেন বিষয়টি প্রশাসনের নজরে এল না, নাকি তারা জেনেবুঝেও চুপ করে বসেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজছে এজেন্সি। সেই কারণে বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথরাইজডের এক কর্তার সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে চান, এই বর্জ্য সংরক্ষণ করার ক্ষেত্রে সরকারি কী নিয়ম রয়েছে। আর বিক্রির পদ্ধতি কী! এই বর্জ্য কেনার জন্য কোনও সংস্থা রয়েছে কি না, সেটাও জানতে চাওয়া হয়। সূত্রের খবর, ওই আধিকারিক নির্দিষ্ট কিছু সংস্থার কথা জানিয়ে গিয়েছেন। যাঁদের এই বর্জ্য কেনার লাইসেন্স রয়েছে। আর জি করের ক্ষেত্রে কোনও সংস্থাকে বরাত দেওয়া হয়নি। অথচ খাতায় কলমে উল্লেখ করা হয়েছিল কোন কোন সংস্থা এগুলি বিক্রি ও সংরক্ষিত করার দায়িত্ব পেয়েছে। সরকারি খাতায় হিসেব দেখানো হয়েছে বর্জ্য বিক্রি করে টাকা এসেছে। এজন্য ভুয়ো বিল পর্যন্ত তৈরি করা হয়েছে। অন্যদিকে, হাসপাতালে পার্কিং থেকে কোটি কোটি টাকা তোলাবাজির তদন্তে দুই কর্মীকে রবিবার জিজ্ঞাসাবাদ করা হয়।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা